ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

নতুন বছরে সেরা ছন্দে ফিরবেন জোকোভিচ

প্রকাশিত: ০৫:৪৫, ২৬ ডিসেম্বর ২০১৬

নতুন বছরে সেরা ছন্দে ফিরবেন জোকোভিচ

স্পোর্টস রিপোর্টার ॥ সব মিলিয়ে মোট ২২৩ সপ্তাহ ছিলেন বিশ্বের এক নম্বর র‌্যাঙ্কিংয়ে। কিন্তু এ্যান্ডি মারের কাছে এ বছর হারাতে হয়েছে শীর্ষস্থানটা। ২০১৬ সালের টেনিস লড়াইটা শেষ হয়ে গেছে। এবার ভাবনা শুরু নতুন মৌসুম নিয়ে। এক নম্বর স্থানটা পুনরুদ্ধারের মিশন শুরু হবে ২৯ বছর বয়সী এ সার্বিয়ান তারকার। ইতোমধ্যে সাবেক হয়ে যাওয়া কোচ বরিস বেকার মনে করছেন নতুন বছরে আবার পুরনো ছন্দে ফিরে আসবেন জোকোভিচ। ১২ গ্র্যান্ড সøামজয়ী এ সার্বিয়ান টেনিস তারকা রজার ফেদেরারের ১৭ গ্র্যান্ডসøাম জয়ের রেকর্ড ভেঙ্গে ফেলবেন এমনটাই মনে করছেন তিনি। উন্মুক্ত যুগের টেনিসে জোকোভিচ ম্যাচ জয়ের রেটে রেকর্ডকারী। তিনি মোট ৮৩ ভাগ ম্যাচই জিতেছেন। এ বছরই তিনি ইতিহাসের অষ্টম খেলোয়াড় হিসেবে ক্যারিয়ার গ্র্যান্ডসøাম জেতার রেকর্ড গড়েন ফ্রেঞ্চ ওপেন হাতে তুলে। কিন্তু এরপর থেকেই নানাবিধ সমস্যায় নিজেকে হারিয়ে ফেলতে শুরু করেন। ইনজুরির সঙ্গে ছিল মনস্তাত্ত্বিক ও সামাজিক কিছু সমস্যা যা কাউকে পরিষ্কার করে বলেননি জোকোভিচ। আর এই সুযোগে দীর্ঘদিনের চরম প্রতিপক্ষ ব্রিটিশ তারকা মারে তাকে ছাড়িয়ে যান।
×