ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ক্রিস্টাল প্যালেসের কোচ এ্যালারডাইস

প্রকাশিত: ০৫:৪৪, ২৬ ডিসেম্বর ২০১৬

ক্রিস্টাল প্যালেসের কোচ এ্যালারডাইস

স্পোর্টস রিপোর্টার ॥ মাত্র ১ ম্যাচ ইংল্যান্ড জাতীয় দলের কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন স্যাম এ্যালারডাইস। এরপরই গণমাধ্যমের সমালোচনায় শেষ পর্যন্ত দায়িত্ব থেকেই অব্যাহতি পেতে হয়েছে। গত সেপ্টেম্বরের কথা সেটি। এরপর থেকে চাকরিশূন্যই ছিলেন ৬২ বছর বয়সী এ ইংলিশ কোচ। অবশেষে চলমান প্রিমিয়ার ফুটবল লীগে ভীষণ সঙ্কটের মধ্যে থাকা ক্রিস্টাল প্যালেস এ্যালারডাইসকে কোচ হিসেবে নিয়োগ করেছে। খুব দ্রুত এই যোগদানের বিষয়টা নিশ্চিত হওয়াতে উভয়পক্ষ দারুণ খুশি। আড়াই বছরের চুক্তিতে যোগ দিয়েছেন এ্যালারডাইস। বোল্টন ওয়ান্ডারার্স, নিউক্যাসল ইউনাইটেড, ব্ল্যাকবার্ন রোভার্স, ওয়েস্ট হ্যাম ইউনাইটেড ও সান্ডারল্যান্ড ঘুরে অবশেষে এবার নতুন আরেকটি ক্লাবে এ্যালারডাইস। এর আগেই এমনকি জাতীয় দলের কোচ হিসেবেও দায়িত্ব পালন করলেন। ৬৭ দিনের ইংলিশদের কোচ হিসেবে ছিলেন, তার অধীনে একটি ম্যাচই খেলেছে দল এবং সেøাভাকিয়ার বিরুদ্ধে ১-০ গোলে জয় তুলে নিয়েছে। তবে দুর্নীতির দায় ঘাড়ে এসে পড়ার কারণে দুই বছরের চুক্তি শেষ হয়ে যায় এ্যালারডাইস সরে দাঁড়াতে সম্মত হওয়ার পর। তবে বড়দিনের উৎসবের আগেই আবার চাকরি পেয়ে গেছেন এ অভিজ্ঞ কোচ। ১৫ ম্যাচে ১৭ পয়েন্ট নিয়ে এখন পর্যন্ত রেলিগেশনের শঙ্কা কাটাতে পারেনি ক্রিস্টাল প্যালেস। তারাই এবার এ্যালারডাইসকে কোচ হিসেবে দায়িত্ব দিয়েছে। এ বিষয়ে ক্লাবের চেয়ারম্যান স্টিভ প্যারিশ বলেন, ‘আমরা খুবই উচ্ছ্বসিত এত দ্রুতই আরেকটি নিয়োগ নিশ্চিত করতে পেরে। আর নিজেদের ভাগ্যবান মনে করছি স্যামের মতো উঁচুমানের ও অভিজ্ঞ একজনকে পেয়ে যাওয়াতে।’
×