ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

তবু আলোচনায় মুস্তাফিজ

প্রকাশিত: ০৫:৪৪, ২৬ ডিসেম্বর ২০১৬

তবু আলোচনায় মুস্তাফিজ

স্পোর্টস রিপোর্টার ॥ বাংলাদেশ ‘কাটার মাস্টার’ মুস্তাফিজুর রহমান আজ নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডেতে খেলবেন কিনা, তা এখনও নিশ্চিত নয়। তবে যতদূর বোঝা যাচ্ছে, খেলেও ফেলতে পারেন। আর তাকে নিয়েই বাংলাদেশ দল নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজে শুরুটা ভালও করতে চায়। বল করার জন্য মুস্তাফিজ ফিট। কিন্তু ফিল্ডিং করার জন্য পুরোপুরি ফিট নন। তবে ফিজিওর সার্টিফিকেট মিলে গেছে। আর তা নিয়েই মাঠেও নেমে যেতে পারেন মুস্তাফিজ। তবে এর জন্য মুস্তাফিজকেই সিদ্ধান্ত নিতে হবে। বাংলাদেশ প্রধান কোচ চন্দ্রিকা হাতুরাসিংহেই যেমন বলেছেন, ‘আমি যতটা দেখছি, ফিজ (মুস্তাফিজ) এই মুহূর্তে আশি শতাংশ ফিট। খেলার জন্য এখনই শতভাগ প্রস্তুত তা বলতে পারছি না। তবে এখনও এক দিন বাকি আছে। তাই খেলার ভাল সম্ভাবনা আছে।’ হাতুরাসিংহে ইতিবাচক। তবে কোচ কোনমতেই শতভাগ ফিট ছাড়া কোন ক্রিকেটারকে মাঠে নামাতে রাজি নন। তাই বলেছেন, ‘আমি সবাইকে শতভাগ ফিট চাই। সকালে যদি সে (মুস্তাফিজ) মনে করে শতভাগ আছে, তাহলে খেলবে।’ মুস্তাফিজের ওপর সব ছেড়ে দিয়েছেন কোচ। এখন মুস্তাফিজ চাইলে খেলবেন। না চাইলে খেলবেন না। বাংলাদেশ ওয়ানডে ও টি২০ দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজাও যেমন মুস্তাফিজের ওপর সব ছেড়ে দিয়েছেন। বলেছেন, ‘সব কিছু নির্ভর করছে ওর ওপরই। শেষ সিদ্ধান্তটি ওরই। মুস্তাফিজের মত একজনের জন্য আমরা শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করব। তবে আমরা চাই না সে চাপ নিয়ে খেলুক। সে নিজে চাইলেই কেবল খেলবে।’ বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ শুরু হয়ে গেল। এ সিরিজের জন্য দুর্দান্ত প্রস্তুতিও নিয়েছে বাংলাদেশ দল। অস্ট্রেলিয়ায় প্রস্তুতি ক্যাম্প করেছে। দুটি প্রস্তুতি ম্যাচ খেলেছে। নিউজিল্যান্ডেও একটি প্রস্তুতি ম্যাচ খেলেছে। মাশরাফি তাই সংবাদ সম্মেলনে বলেছেন, ‘এখন পর্যন্ত প্রস্তুতি যতটুকু হয়েছে, বেশ ভাল হয়েছে। ম্যাচ খেলতে এখন তৈরি। যতটুকু প্রস্তুতি হয়েছে এর চেয়ে ভাল কিছু সম্ভব ছিল না।’ কন্ডিশন জয় নিয়ে হাতুরাসিংহে বলেছেন, ‘প্রস্তুতি নিয়ে খুশি আমি। বিপিএল শেষ করে সিডনিতে আসি। তখন ছেলেরা একটু ধাক্কা খেয়েছিল। তবে ওদের কৃতিত্ব দিতেই হবে, দ্রুত মানিয়ে নিয়েছে। এখন এই পর্যায়ে এসে দেখতে পাচ্ছি, ছেলেরা অনেকটাই মানিয়ে নিয়েছে।’ এখন পর্যন্ত নিউজিল্যান্ডের মাটিতে জয় নেই বাংলাদেশের। এবার সেই ইতিহাসটা তাহলে পাল্টানো যাবে? কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেয়া গেছে। প্রস্তুতি ম্যাচও খেলা হয়েছে। দল এখন খেলার জন্যও প্রস্তুত। উইকেটও ব্যাটিংনির্ভর হওয়ার খবরই মিলছে। তাহলে তো ভাল হওয়ার সম্ভাবনা প্রবল। মাশরাফি বললেন, ‘অবশ্যই আমাদের মানসিকতা আগের মতো নেই। আগে যেমন নেতিবাচক চিন্তা থাকত এখন সেসব নেই। খারাপ দিন এখনও আসতে পারে। কিন্তু আমরা মানসিকভাবে ইতিবাচক আছি যে, ভাল কিছু করব।’ সঙ্গে যোগ করেন, ‘সত্যি কথা বলতে মাইন্ডসেট এবার পুরো আলাদা। তবে এটাও মনে রাখতে হবে, নিউজিল্যান্ড এমন একটি জায়গা, যেখানে এসে সব দলকেই ধুঁকতে হয়। আমাদের জন্য ব্যতিক্রম হওয়ার কোন কারণ নেই। তবে সেটা মেনে নিয়েই আমাদের চেষ্টা করতে হবে।’ সেটা মেনে নিয়েই নামবে দল। তাতে চাপ মুক্ত হয়েই নামা যাবে। আর নেমে শুরুতেই ভাল কিছু করে দেখাতে চান ক্রিকেটাররা। মাশরাফিই বললেন, ‘যে কোন সিরিজের প্রথম ম্যাচ গুরুত্বপূর্ণ, বিশেষ করে তিন ম্যাচ সিরিজে। প্রথম ম্যাচটা জেতা মানে সিরিজ জয়ের পথে অনেকটা এগিয়ে যাওয়া। অবশ্যই চেষ্টা করব সেরকম কিছু করার। সবাই মনোযোগী, যতটা সম্ভব আমরা প্রস্তুতি নিয়েছি। দেখা যাক, মাঠে কেমন হয়। মানসিকভাবে এগিয়ে থাকার জন্যও শুরুটা গুরুত্বপূর্ণ। ছেলেরা যেভাবে অনুশীলন করেছে, শরীরী ভাষা যা দেখছি, ওরা বেশ আত্মবিশ্বাসী।’ সেই আত্মবিশ্বাস নিয়ে এখন শুরুতেই যদি জয় মিলে যায়, তাহলে কথাই নেই। নিউজিল্যান্ডে প্রথমবারের মতো জয় মিলবে। সেই জয় তিন ম্যাচের ওয়ানডে, তিন ম্যাচের টি২০ ও দুই ম্যাচের টেস্ট সিরিজেই তো প্রেরণা জুগিয়ে যাবে। মুস্তাফিজ যদি খেলেন, তাহলে সেটিও বাংলাদেশকে আত্মবিশ্বাস দেবে। মুস্তাফিজকে নিয়েই তাই শুরুটাও ভাল করতে চায় বাংলাদেশ দল।
×