ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

পেসারদের দিকে তাকিয়ে মিসবাহ

প্রকাশিত: ০৫:৪৪, ২৬ ডিসেম্বর ২০১৬

পেসারদের দিকে তাকিয়ে মিসবাহ

স্পোর্টস রিপোর্টার ॥ আনপ্রেডিক্টেবল পাকিস্তানের নিউজিল্যান্ড-ভরাডুবির (২-০) অন্যতম কারণ ব্যাটসম্যানদের ব্যর্থতা। অস্ট্রেলিয়া সফরে প্রথম টেস্টের প্রথম ইনিংসেও ছিল সেই একই দৃশ্য। ব্যর্থ ইউনুস খান, আজহার আলির মতো তুখোড় উইলোবাজ। আসাদ শফিকের দুরন্ত সেঞ্চুরির সৌজন্যে আশা জাগিয়েও শেষ পর্যন্ত হারই ছিল তাদের সঙ্গী। তিন টেস্টের সিরিজে ১-০তে পিছিয়ে অতিথিরা। এরপরও মেলবোর্নে আজ থেকে শুরু হওয়া দ্বিতীয় টেস্টে ব্যাটিং নয়, সমতা ফেরাতে বোলারদের দিকে তাকিয়ে অধিনায়ক মিসবাহ-উল হক। দেশটির সাবেক অধিনায়ক ওয়াসিম আকরামের মতে, টেস্ট ম্যাচ জিততে বোলারদের পারফর্মন্সেই মুখ্য। দ্রুতগতির বাউন্সি উইকেটে কঠিন পরীক্ষায় পেস আক্রমণ নিয়ে ঝাঁপিয়ে পড়তে চান বর্তমান সেনাপতি। দুই বাঁহাতি মোহাম্মদ আমির, ওয়াহাব রিয়াজের সঙ্গে সোহেল খানদের নিয়ে আশায় বুক বাঁধছেন মিসবাহ। পাকিস্তান টেস্ট অধিনায়ক বলেন, ‘ধীরে হলেও আমির ছন্দে ফিরছে, ওয়াহাব এক্সেপশনাল, রাহাতের সময়টা ভাল যাচ্ছে না। সোহেল এক্ষেত্রে কার্যকর বিকল্প হতে পারে। তাতে বোলিংয়ে ভেরিয়েশন আসবে। সমতায় ফিরতে আমি আমার পেসারদের ওপরই আস্থা রাখতে চাই।’ ওয়াহাব, আমির ও রাহাত আলিÑ ব্রিসবেনের প্রথম টেস্টে তিন পেসার নিয়ে মাঠে নেমেছিল পাকিস্তান। প্রথম ইনিংসে অস্ট্রেলিয়া ৪২৯ রানের বড় স্কোর গড়লেও ৪টি করে উইকেট নেন আমির ও ওয়াহাব। দ্বিতীয় ইনিংসে ২ শিকারে ফর্মে ফেরার ইঙ্গিত দেন রাহাত। তবে বিশেষজ্ঞদের বক্তব্য, তিন পেসারে ভেরিয়েশন নষ্ট হয়। আমির-ওয়াহাবের সঙ্গে একজন ডানহাতি খুব প্রয়োজন। রাহাতের পরিবর্তে সোহেল অথবা ইমরান খানের যে কেউ অন্তর্ভুক্ত হতে পারেন। অধিনায়কের চাওয়া সত্যি হলে একাদশে আসতে পারেন ৮ টেস্ট খেলা সোহেল। মিসবাহ আরও বলেন, ‘টেস্টে দীর্ঘ সময় সমানে বল করে যাওয়া গুরুত্বপূর্ণ। নতুন বলে ২-৩টি উইকেট তুলে নিতে পারলে ম্যাচে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা সহজ হয়। সোহেল কঠোর পরিশ্রমী, দিনে ২০ ওভার বল করতে সক্ষম। পুরনো বলে ওর রিভার্স সুইংটাও কার্যকর। এখানে আসার পর আমির ক্রমশ নিজেকে ফিরে পাচ্ছে। আর ওয়াহাব সবসময়ই দলের ভাইটাল সদস্য।’ ব্রিসবেনে আমিরকে আহত হয়ে স্ট্রেচারে করে মাঠ ছাড়তে দেখা গেছে। তবে তার ঊরুর চোট এখন অনেকটাই ভাল। মিসবাহ আশাবাদী, বক্সিং ডে’ টেস্টে খেলবেন আলোচিত এই বাঁহাতি পেসার। তবে সফরকারীদের ব্যাটিং নিয়ে দুশ্চিন্ত থাকছেই। দলের অন্যতম ভরসা অধিনায়কের নিজেরই ফর্মের অবস্থা ভাল নয়! শেষ চার ইনিংসে করেছেন ৩১, ১৩ ও ৪, ৫ রান! ব্যাটিং কোচ গ্র্যান্ড ফ্লাওয়ার অবশ্য আশাবাদী মিসবাহ সহসাই ছন্দ ফিরে পাবেন। সাবেক জিম্বাবুইয়ান তারকার মতে, মানসিকভাবে যথেষ্ট শক্ত মিসবাহ ব্রিসবেনেই নিজেকে ফিরে পাবেন। অন্যদিকে দুই স্পেশাল পেসার মিচেল স্টার্ক ও জস হ্যাজলউডের ওপর অতিরিক্ত চাপের বিষয়টি স্বীকার করেছেন অস্ট্রেলিয়া অধিনায়ক স্টিভেন স্মিথ। ব্রিসবেনে ৩৯ রানে জয়ের ম্যাচে পাওয়া সুযোগটা কাজে লাগাতে পারেননি তরুণ ব্যাটসম্যান নিক ম্যাডিনসন। ১ ও ৪ রান করে আউট হয়েছেন, তবু বক্সিং ডে টেস্টে খেলছেন, ‘শুরুটা ভাল হয়নি তবে ওর প্রতিভা আছে। ম্যাডিনসনের তাই আরও সুযোগ পাওয়া উচিত।’ বলেন স্মিথ।
×