ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

আজ ভারত যাচ্ছে বাংলাদেশ মহিলা ফুটবল দল

প্রকাশিত: ০৫:৪৪, ২৬ ডিসেম্বর ২০১৬

আজ ভারত যাচ্ছে বাংলাদেশ মহিলা ফুটবল দল

স্পোর্টস রিপোর্টার ॥ চতুর্থ সাফ মহিলা ফুটবল চ্যাম্পিয়নশিপে অংশ নিতে আজ ভারত যাচ্ছে বাংলাদেশ জাতীয় মহিলা ফুটবল দল। সকাল সাড়ে ১০টায় বিমানযোগে ভারতের শিলিগুড়িতে রওনা হওয়ার কথা সাবিনা, কৃষ্ণাদের। আজ থেকেই আসর মাঠে গড়াচ্ছে অথচ আজ রওনা দিচ্ছে বাংলাদেশ দল! নিজেদের প্রথম ম্যাচ বৃহস্পতিবার হলেও কন্ডিশনের সঙ্গে খাপ খাওয়াতে আরও আগে দল পাঠানো উচিত ছিল বলে মনে করেন ফুটবল সংশ্লিষ্টরা। ৪ জানুয়ারি পর্যন্ত ভারতের শিলিগুড়ির কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে এবারের আসরের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে। আসরকে সামনে রেখে কোচ গোলাম রব্বানী ছোটন শনিবার দল ঘোষণা করেন। কোচ ছোটন ও অধিনায়ক সাবিনা খাতুন দু’জনই ভাল করার আশাবাদ ব্যক্ত করেছেন। গেমসে বাংলাদেশ খেলবে ‘বি’ গ্রুপে। এই গ্রুপে বাংলাদেশের সঙ্গে আছে বর্তমান চ্যাম্পিয়ন ভারত ও শক্তিশালী আফগানিস্তান। ২৯ ডিসেম্বর বাংলাদেশ নিজেদের প্রথম ম্যাচ খেলবে আফগানিস্তান এবং ৩১ ডিসেম্বর খেলবে স্বাগতিক ভারতের বিরুদ্ধে। দুটি ম্যাচই শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৬টায়। গ্রুপে তিন দল হওয়ায় দুই ম্যাচের একটি জিতলেই সেমিফাইনাল মোটামুটি নিশ্চিত বাংলাদেশের। তবে কাজটা যে সহজ হবে না সেটা প্রতিপক্ষই বলে দিচ্ছে।
×