ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

বাউফলে কাজ শেষ না করেই বরাদ্দ উত্তোলন

প্রকাশিত: ০৫:৪১, ২৬ ডিসেম্বর ২০১৬

বাউফলে কাজ শেষ না করেই বরাদ্দ উত্তোলন

নিজস্ব সংবাদদাতা, বাউফল, ২৫ ডিসেম্বর ॥ বাউফল পৌর শহরের প্রাণকেন্দ্রে প্রায় ৬ কোটি টাকা ব্যয়ে একটি রিটার্নিং ওয়াল ও আরসিসি রাস্তার নির্মাণ কাজ দুই বছরেরও বেশি সময় ধরে অসমাপ্ত অবস্থায় পড়ে থাকলেও এর অনুকূলে বরাদ্দকৃত টাকা উত্তোলন করে নেয়া হয়েছে। জানা গেছে, পৌর শহরের গোলাবাড়ি বেইলি ব্রিজের উত্তরপার হাজী সড়ক থেকে কলেজ ব্রিজ ভায়া কাগুজীপুল এলাকায় কালাম সড়কের ২ হাজার ২শ’ ফুট আরসিসি রিটার্নিং ওয়াল ও ৬ ফুট প্রশস্ত সিসি রাস্তা নির্মাণের জন্য জলবায়ু পরিবর্তন (ক্লাইমেড চেইনজ) প্রকল্পের আওতায় বাউফল পৌরসভাকে প্রায় ৬ কোটি টাকা বরাদ্দ দেয়া হয়। সে অনুযায়ী ২০১৪ সালের ১ এপ্রিল এ প্রকল্পের কাজ শুরু হলেও আজ অবধি এর নির্মাণ কাজ সম্পন্ন হয়নি। বরং নিম্নমানের সামগ্রী দিয়ে রিটার্নিং ওয়াল নির্মাণ করায় তা ভেঙ্গে পড়ার উপক্রম হয়েছে। আর এ ওয়ালটি রক্ষা করতে একটি নতুন ও পুরাতন সড়কের বিভিন্ন স্থানে কেটে টানা দেয়া হয়েছে। ফলে ওই দুটি সড়কও বর্তমানে চলাচলে অনুপযোগী হয়ে পড়েছে। এলাকার স্থানীয় লোকজন অভিযোগ করেন, প্রকল্পের ঠিকাদার সিডিউল অনুযায়ী কাজ না করায় রিটার্নিং ওয়ালটি খালের ভেতরের দিকে হেলে পড়েছে। বিধি অনুযায়ী রাস্তা থেকে ৬ ফুট দূরে এবং খালের তলদেশ থেকে ৪ ফুট গভীরে ৩ ফুট পাশে মাটি কেটে বেইজ এবং ৬ ইঞ্চি ডায়া, ৮ ফুট দৈর্ঘ্য ১০ এএম সিক্সটি গ্রেড রড ও এক নম্বর ইট ব্যবহার করে কাজটি সম্পন্ন করার কথা থাকলেও তা করা হয়নি। বরং অত্যান্ত নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার করে কাজটি শুরু করা হয়। এছাড়াও রিটার্নিং ওয়ালের ভেতরের অংশ বালু দিয়ে ভরাট করে আরসিসি রাস্তা করার কথা থাকলে তা করা হয়নি। ফলে এ প্রকল্প বাস্তবায়ন নিয়ে এলাকার লোকজনের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। সংশ্লিষ্ট একটি সূত্র জানায়, রিটার্নিং ওয়াল ও আরসিসি সড়কের নির্মাণ কাজ অসমাপ্ত অবস্থায় পড়ে থাকলেও এর অনুকূলে বরাদ্দকৃত টাকা উত্তোলন করে নেয়া হয়েছে।
×