ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

নববধূসহ তিন খুন ॥ উদ্ধার তিন লাশ

প্রকাশিত: ০৫:৪০, ২৬ ডিসেম্বর ২০১৬

নববধূসহ তিন খুন ॥ উদ্ধার তিন লাশ

জনকণ্ঠ ডেস্ক ॥ কক্সবাজারে নববধূ, বদরগঞ্জে ভাতিজার লাঠির আঘাতে চাচা ও হাটহাজারীতে যুবক খুন হয়েছে। এছাড়া নাটোরের লালপুরে দোকানী ও সিংড়ায় অজ্ঞাত নারী এবং রাজশাহীতে নৈশপ্রহরীর লাশ উদ্ধার করেছে পুলিশ। স্টাফ রিপোর্টার, নিজস্ব সংবাদদাতা ও সংবাদদাতাদের পাঠানো খবর : কক্সবাজার ॥ চৌফলদ-ীতে দেবরের কুপ্রস্তাবে রাজি না হওয়ায় গলা টিপে ভাবিকে হত্যা করা হয়েছে। ঘটনার জড়িত সন্দেহে এক নারীকে পুলিশে সোপর্দ করেছে নিহতের স্বজনরা। শনিবার রাতে কোনাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহতের স্বজনরা জানায়, স্থানীয় আবদুল মান্নানের ছেলে রমিজ আহম্মদ সাত মাস আগে পোকখালী নাইক্যংডিয়ার শফি আলমের মেয়ে রোকেয়া আক্তারকে বিয়ে করে ৬ মাস পর বিদেশে চলে যান। এরপর থেকে তার ভাই ওবাইদুল হক রোকেয়াকে কুপ্রস্তাব দিয়ে আসছে। শনিবার রাতে শয়ন কক্ষে ঢুকে ধর্ষণের চেষ্টা চালায়। এতে বাধা দিলে রোকেয়াকে গলা টিপে হত্যা করে পালিয়ে যায় দেবর। ঘটনায় জড়িত সন্দেহে লম্পট দেবরের বড়বোন নূর নেছাকে আটক করে পুলিশে দিয়েছে নিহতের স্বজনরা। বদরগঞ্জ, রংপুর ॥ জমি সংক্রান্ত বিরোধের জের ধরে ভাতিজার লাঠির আঘাতে চাচা অহিদুল হকের (৫৫) মৃত্যু হয়েছে। পুলিশ সূত্রে জানা যায়, পৈত্রিক সূত্রে প্রাপ্ত ৬৩ শতক জমির মালিকানা নিয়ে অহিদুল হকের সঙ্গে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে জ্যেঠাতো ভাই খোকা মিয়ার। বিরোধপূর্ণ জমিতে বাড়ি করার জন্য অহিদুল বালু আনলে, ক্ষিপ্ত হয়ে উঠেন জ্যেঠাতো ভাই খোকা মিয়া। শনিবার সন্ধ্যায় তার নির্দেশে ছেলে শফিউলসহ ১০/১২ জন লাঠিসোটা নিয়ে অহিদুল হকের উপর হামলা চালায়। এ সময় লাঠির আঘাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে পুলিশকে খবর দেয়া হলে, রাতেই নিহতের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়। ফটিকছড়ি ॥ তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে হাটহাজারী উপজেলার ফতেয়াবাদ রেলওয়ে জংশন স্টেশনে শনিবার রাত সাড়ে ৮টার সময় জাহাঙ্গীর আলম (৩২) ছুরিকাঘাতে খুন হয়েছে। সে কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার মগনামা গ্রামের ইয়াকুবের ছেলে। পুলিশ জানায়, ওই সময়ে পাওনা টাকা নিয়ে দু’জনের মধ্যে বাগ্বিত-া চলছিল। একপর্যায়ে ছুরিকাঘাতে জাহাঙ্গীর আলম প্রাণ হারায়। পুলিশ খবর পেয়ে দ্রুত অকুস্থলে পৌঁছে অভিযুক্ত মামুনকে আটক করে। নাটোর ॥ লালপুরের পদ্মার চর থেকে জালাল (২৫) ও সিংড়ার বাঁশের ব্রিজ এলাকা থেকে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত যুবক জালাল উত্তর লালপুর গ্রামের মৃত সাহেব আলীর ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার সকালে দক্ষিণ লালপুর এলাকার পদ্মার চরের একটি আখ ক্ষেতে মাথাসহ গলা পর্যন্ত পুঁতে রাখা জালালের লাশ দেখতে পেয়ে স্থানীরা পুলিশে খবর দেয়। পরে পরিবারের লোকজন গিয়ে জালালের লাশ শনাক্ত করে। লালপুর বাজারে তার নিজের পানের দোকান পরিচালনা করে পড়াশোনার খরচ যোগাত। গত রাতে সে বাড়ি ফেরেনি। এদিকে সিংড়া উপজেলার বাঁশের ব্রিজ এলাকায় অজ্ঞাত নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ জানায়, ২০/২২ বছরের ওই নারীর লাশ দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। নিহতের পরনে গোলাপি রংঙের সালোয়ার কামিজ ছিল। রাজশাহী ॥ নগর স্বাস্থ্যকেন্দ্রের এক নৈশপ্রহরীর লাশ উদ্ধার করেছে পুলিশ। তার নাম আইয়ুব আলী (৪৭)। তিনি নগরীর আলীগঞ্জ এলাকার বাসিন্দা। রবিবার দুপুরে মহানগরীর টুলটুলিপাড়ার নগর স্বাস্থ্য কেন্দ্র থেকে তার লাশ উদ্ধার করা হয়। স্বাস্থ্য কেন্দ্রের দোতলার কক্ষে থাকতেন নৈশপ্রহরী আইয়ুব আলী। রাতে তিনি ওই কক্ষেই ঘুমান। কিন্তু রবিবার দুপুর হয়ে এলেও তার কক্ষের দরজা খুলছিল না। এ সময় কর্তৃপক্ষ বিষয়টি পুলিশকে জানায়। পরে পুলিশ গিয়ে কক্ষের দরজা ভাঙ্গে। ওই কক্ষের সঙ্গে সংযুক্ত টয়লেটে তার লাশ পাওয়া যায়।
×