ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

জাতীয়করণের তালিকা থেকে বাদ পড়ায় বিক্ষোভ মানববন্ধন

প্রকাশিত: ০৫:৪০, ২৬ ডিসেম্বর ২০১৬

জাতীয়করণের তালিকা থেকে বাদ পড়ায় বিক্ষোভ মানববন্ধন

স্টাফ রিপোর্টার, যশোর অফিস ॥ জাতীয়করণের তালিকা থেকে বাঘারপাড়া ডিগ্রী মহাবিদ্যালয়ের নাম বাদ যাওয়ায় রবিবার সকালে মিছিল, সমাবেশ ও সড়ক অবরোধ হয়েছে। কলেজের শিক্ষক, কর্মচারী এবং স্থানীয়রা উপজেলা সদরের চৌরাস্তা মোড়ে এ কর্মসূচী পালন করে। বেলা ১২টার দিকে বিক্ষোভ মিছিল শেষে চৌরাস্তা মোড়ে মানববন্ধন হয়। এরপর টায়ার জালিয়ে সড়ক অবরোধ করলে বেলা একটা থেকে ৩০ মিনিটের জন্য সকল যান চলাচল বন্ধ হয়ে যায়। জাতীয়করণের তালিকায় বাঘারপাড়া ডিগ্রী মহাবিদ্যালয়ের নাম পুনর্বহালের দাবিতে সবশেষে সমাবেশ হয়। সভাপতিত্ব করেন অধ্যক্ষ আব্দুল মতিন। বক্তব্য রাখেন বাঘারপাড়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাও. হায়দার আলী, পৌর মেয়র কামরুজ্জামান, সাবেক মেয়র খলিলুর রহমান, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার শহিদুল্লাহ খন্দকার, মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ, আওয়ামী লীগ নেতা গোলাম ছরোয়ার, সাবেক ছাত্রলীগ নেতা আফজাল হোসেন সঞ্জীব, সোহেল রানা, এনায়েত হোসেন লিটন, নাজমুল হুসাইন নান্নু, ছাত্রলীগ নেতা বায়েজিদ হোসেন, সোয়াইব আহাম্মেদ প্রমুখ। সমাবেশে বক্তারা বলেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচী চলবে। প্রয়োজনে কঠোর কর্মসূচীরও ইঙ্গিত দেন বক্তারা।
×