ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

টুকরো খবর

প্রকাশিত: ০৫:৪০, ২৬ ডিসেম্বর ২০১৬

টুকরো খবর

মাটিচাপায় দুই নারী শ্রমিক নিহত স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়া ॥ বিজয়নগরে মাটিচাপায় দুই নারী শ্রমিক নিহত হয়েছে। রবিবার বেলা ১১ টার দিকে উপজেলার চান্দুরা ইউনিয়নের মানিকপুর গ্রামে খননকারী পুকুর থেকে কয়লা উত্তোলন করতে গিয়ে মাটিচাপা পড়ে ২ নারী শ্রমিক নিহত হয়। নিহতরা হচ্ছে মানিকপুর গ্রামের হিমাংশু দাসের স্ত্রী সুনিতি দাস (৪০) ও একই গ্রামের সুনিমল দাসের স্ত্রী ননিতা রানী দাস (৩৫)। চান্দুর ইউপি চেয়ারম্যান শামীলুল হক চৌধুরী শামীম জানান, মানিকপুর গ্রামের একটি খননকারী পুকুর থেকে কয়লা উত্তোলন করার সময় মাটিচাপা পড়ে এই ২ নারী শ্রমিকের মৃত্যু ঘটে। বাগমারায় জেএমবি সদস্য গ্রেফতার স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ বাগমারায় নিষিদ্ধ ঘোষিত জামা’আতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) এক সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। তার নাম মোস্তাফিজুর রহমান ওরফে মন্টু (৫২)। শনিবার রাতে উপজেলার হামিরকুৎসা বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়। মন্টু উপজেলার কালুপাড়া গ্রামের মৃত সিরাজ উদ্দীনের ছেলে। বাগমারা থানার ওসি জানান, মন্টু থানার তালিকাভুক্ত জেএমবি সদস্য। তালিকায় তার নাম আছে ২১ নম্বরে। তার নামে থানায় একাধিক মামলাও আছে। এরমধ্যে একটি হত্যা মামলার আসামিও সে। এছাড়া অপহরণের একটি মামলায় মন্টুর সাজাও হয়েছিল। সাজা হওয়ার পর সে উচ্চ আদালত থেকে জামিন নিয়ে বেরিয়ে এসেছিলেন। বাড়ি ভাংচুর লুট নিজস্ব সংবাদদাতা, রূপগঞ্জ, ২৫ ডিসেম্বর ॥ নারায়ণগঞ্জের রূপগঞ্জে জমিসংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষের লোকজন বাড়িঘরে হামলা চালিয়ে ভাংচুর ও লুটপাট করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ সময় হামলাকারীদের বাধা দেয়ায় নাসরিন আক্তার (২৭) ও আয়শা বেগম নামে দুই নারীকে পিটিয়ে আহত করেছে হামলাকারীরা। রবিবার দুপুরে উপজেলা আতলাশপুর এলাকায় ঘটে এ ঘটনা। আহত নাসরিন আক্তারের স্বামী আব্দুস সাত্তার জানান, একই এলাকার হাবিবুর রহমান ও দুলাল মিয়ার সঙ্গে জমির সীমানা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। রবিবার সকালে আমার স্ত্রী নাসরিন আক্তার জমিতে গাছ লাগাতে গেলে হাবিবুর রহমান, ফজলুল হক (দুলাল), সুমা আক্তার, শওকত মোল্লা, মোসাঃ জলি আক্তারসহ ৭/৮ জন এসে আমার বাড়িঘরে হামলা চালিয়ে ভাংচুর করে। এ সময় আমার স্ত্রী হামলাকারীদের বাধা দিতে গেলে তারা তাকে লোহার রড দিয়ে পিটিয়ে আহত করে। আমার স্ত্রীকে বাঁচাতে আমার মা এগিয়ে গেলে তাকেও তারা পিটিয়ে আহত করে। এ সময় তারা আমার ঘরে থাকা ৫৫ হাজার টাকা ও এক ভরি স্বর্ণ লুট করে নিয়ে যায়। ১০ বছরেও চালু হয়নি ফায়ার সার্ভিস নিজস্ব সংবাদদাতা, গাইবান্ধা, ২৫ ডিসেম্বর ॥ সুন্দরগঞ্জ উপজেলায় নির্মিত ফায়ার সার্ভিস স্টেশনটি দীর্ঘ ১০ বছরেও চালু না হওয়ায় প্রতিবছর লাখ লাখ টাকার সম্পদ আগুনে পুড়ে যাচ্ছে। জানা গেছে, উপজেলার ১৫টি ইউনিয়ন ও পৌরসভা এলাকায় আগুন থেকে মানুষের জানমাল রক্ষার কথা বিবেচনা করে সরকার সুন্দরগঞ্জ উপজেলায় একটি ফায়ার সার্ভিস স্টেশন স্থাপনের উদ্যোগ নেয়। গণপূর্ত বিভাগের তত্ত্বাবধানে ১ কোটি ৬৬ লাখ টাকা ব্যয়ে ২০০৭ সালে স্টেশনটি নির্মাণ করা হয়। অবকাঠামো নির্মাণ কাজ সম্পন্ন হওয়া সত্ত্বেও এখন পর্যন্ত দায়িত্বপ্রাপ্ত ঠিকাদারের কাছ থেকে ভবনটি বুঝে নেয়নি গণপূর্ত বিভাগ। এদিকে নির্মাণের ১০ বছর অতিক্রান্ত হলেও এখন পর্যন্ত ফায়ার সার্ভিস স্টেশনটি চালু করা হয়নি। এই উপজেলা ফায়ার স্টেশনটির জন্য কিছু জনবল ও একটি অগ্নিনির্বাপন গাড়ি বরাদ্দ হলেও তা এখন জেলা ফায়ার সার্ভিসে ডেপুটেশনে কর্মরত আছে বলে জানা গেছে। নৌপথে রোটেশন বন্ধ দাবিতে মানববন্ধন নিজস্ব সংবাদদাতা, পটুয়াখালী, ২৫ ডিসেম্বর ॥ ঢাকা-পটুয়াখালী নৌরুটে অবৈধ রোটেশন পদ্ধতিতে লঞ্চ চলাচল করার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল ১০ টায় পটুয়াখালী লঞ্চঘাটে ভুক্তভোগী জনগণের পক্ষে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। আব্দুস সালাম আরিফের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন অধ্যক্ষ দেলোয়ার হোসেন, সাংবাদিক কেএম এনায়েত হোসেন, সোহরাব হোসেন, অধ্যক্ষ মাওলানা নিজামুল হক, আহসানুল কবির রিপন, এ্যাডভোকেট তৌফিক মুন্না, রাকিব আহসান। উল্লেখ্য, ঢাকা-পটুয়াখালী নৌরুটে প্রতিদিন চার থেকে পাঁচটি ডবলডেকার লঞ্চ চলাচল করার কথা থাকলেও মালিক পক্ষ রোটেশন প্রথার মাধ্যমে এই রুটে প্রতিদিন দুটি লঞ্চ চলাচল করে। এর ফলে লঞ্চগুলো ধারণক্ষমতার তিন থেকে চারগুণ যাত্রী নিয়ে চলাচল করছে। ফলে দিন দিন এই রুটে যাত্রীদের ভোগান্তি বাড়ছে। ট্রেনে কেটে যুবকের মৃত্যু স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ ॥ কামারখন্দ উপজেলায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত পরিচয় (৩৫) এক যুবকের মৃত্যু হয়েছে। রবিবার সকাল সাড়ে ১০টার দিকে সিরাজগঞ্জ-ঈশ্বরদী রেলপথে কামারখন্দ উপজেলার জামতৈল স্টেশনের কাছে এ দুর্ঘটনা ঘটে। ঈশ্বরদী থেকে ঢাকাগামী মালবাহী একটি ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যান তিনি। সিলেটে কিশোর নিখোঁজ স্টাফ রিপোর্টার, সিলেট অফিস ॥ নগরীতে সোলেমান তালুকদার হিরো (১৫) নামের এক কিশোর ২৩ ধরে নিখোঁজ রয়েছে। গত ২ ডিসেম্বর সোবহানী ঘাট এলাকা থেকে সে নিখোঁজ হয়। এ ব্যাপারে হিরোর বড় ভাই মনিরুজ্জামান হিমেল কোতোয়ালি থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। ডায়েরি সূত্রে জানা যায়, হিরো ওই দিন দুপুর আড়াইটায় সোবহানীঘাট লতিফিয়া আবাসিক এলাকায় অবস্থিত তাদের দোকান এমপি ফাস্টফুডে যাওয়ার জন্য বাসা থেকে বের হয়ে নিখোঁজ হয়। গাজীপুরে ১৭ ঘর ভস্মীভূত স্টাফ রিপোর্টার, গাজীপুর ॥ গাজীপুরে রবিবার আগুনে ১৭ ঘর ও মালামাল পুড়ে গেছে। গাজীপুর সিটি কর্পোরেশনের রাজেন্দ্রপুরের গজারিয়াপাড়া এলাকায় এ অগ্নিকা-ের ঘটনা ঘটে। জয়দেবপুর ফায়ার স্টেশনের স্টেশন অফিসার হাসিবুর রহমান জানান, গজারিয়াপাড়া এলাকার সাইদুর রহমানের ভাড়াবাড়ির একটি ঘরে রবিবার ভোরে আগুনের সূত্রপাত হয়। পরে তা দ্রুত বিভিন্ন ঘরে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে জয়দেবপুর ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আধাঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে ১৭টি ঘর ও ঘরগুলোতে থাকা ফ্রিজ, টিভি ও আসবাবপত্রসহ বিভিন্ন মালামাল পুড়ে যায়। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। রাঙ্গামাটি নিজস্ব সংবাদদাতা রাঙ্গামাটি থেকে জানান, লংগদু উপজেলার কাঁঠালতলা বাজারে সাত দোকান পুড়ে গেছে। শনিবার রাতে প্রবির চাকমার চায়ের দোকানে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে অগ্নিকা-ের সূত্রপাত বলে এলাকাবাসী জানায়। এই উপজেলায় কোন ফায়ার স্টেশন না থাকায় এলাকাবাসী, পুলিশ ও স্থানীয় সেনা সদস্যরা প্রায় ২ ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে ক্ষতির পরিমাণ প্রায় ২০ লাখ টাকা বলে দোকানদাররা জানান। বাঁশখালী নিজস্ব সংবাদদাতা, বাঁশখালী থেকে জানান, বাঁশখালীর বৈলছড়ি বাজারে অগ্নিকা- সংঘটিত হয়েছে। রবিবার দুপুর ২টার দিকে সংঘটিত অগ্নিকা-ে ৪ দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে ক্ষতি হয়েছে দোকানের মালামাল ও নগদ অর্থসহ ১০ লক্ষাধিক টাকা। মোঃ সেলিমের চায়ের দোকান থেকে অগ্নিকা-ের সূত্রপাত হয় বলে জানা যায়। এলাকাবাসী ও সওদাগররা এগিয়ে এসে দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকা-ে ক্ষতিগ্রস্তরা হলেন, সোহেল, ইদ্রিস, সজল কান্তি নাথ ও সেলিম। শিবির নেতা গ্রেফতার নিজস্ব সংবাদদাতা, গাইবান্ধা, ২৫ ডিসেম্বর ॥ সাদুল্যাপুর উপজেলার ধাপেরহাট ইউনিয়নের আমবাগান এলাকা থেকে একাধিক নাশকতা মামলার আসামি ও শিবির নেতা ইসতিয়াক আহম্মেদকে শনিবার রাতে গ্রেফতার করেছে পুলিশ। ইসতিয়াক ওই ইউনিয়নের উত্তরপাড়া গ্রামের মুনছুর প্রামাণিকের ছেলে। পুলিশ জানায়, ইসতিয়াক একাধিক নাশকতা মামলার আসামি। পুকুর রক্ষার দাবিতে মানববন্ধন স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ গৌরনদী পৌর এলাকার পালরদী মডেল হাইস্কুল এ্যান্ড কলেজের ৮১ বছরের পুরনো পুকুর রক্ষার দাবিতে রবিবার দুপুরে মানববন্ধন করেছে স্কুলের প্রাক্তন শিক্ষার্থীরা। স্কুল ক্যাম্পাসে ও বরিশাল-ঢাকা মহাসড়কের আশোকাঠী বাসস্ট্যান্ডে পৃথকভাবে ঘণ্টাব্যাপী মানববন্ধন চলাকালে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন স্কুলের প্রাক্তন ছাত্র ইউপি চেয়ারম্যান সৈকত গুহ পিকলু। বক্তব্য রাখেন প্রাক্তন ছাত্র চ্যানেল নাইনের প্রোগ্রাম অফিসার আব্দুর রহমান, প্রাক্তন ছাত্র ইউপি সদস্য কহিনুর বেগম, নুর আলম সরদার, সাবেক ইউপি সদস্য ওয়াজেদ আলী, সাংবাদিক খোকন আহম্মেদ হীরা, অঞ্জনা রানী, লিটন কাজী, আসাদুজ্জামান কাবুল প্রমুখ। স্পীডবোট সংঘর্ষে নিখোঁজের লাশ উদ্ধার স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ দুটি স্পীডবোটের সংঘর্ষে মায়ের লাশ উদ্ধারের পর এবার নিখোঁজ মেয়ে শাহেরি আক্তারের (১৩) মৃতদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজের দুদিন পর রবিবার সকাল সাড়ে আটটার দিকে সদর উপজেলার কড়ইতলা নদীতে মরদেহ ভেসে উঠলে পুলিশ লাশ উদ্ধার করেন। শাহেরি বঙ্গবন্ধু মেডিক্যাল কলেজ হাসপাতালের সহযোগী অধ্যাপক ডাঃ গোলাম সরোয়ার জাহানের কন্যা। সাহেবেরহাট বন্দর থানার ওসি মাহাবুবুল আলম জানান, রবিবার সকালে কড়ইতলা নদীতে শাহেরির মৃতদেহ ভেসে উঠলে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পুলিশ লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করেন। মেধাবীদের শিক্ষাবৃত্তি স্টাফ রিপোর্টার,ময়মনসিংহ ॥ মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান করেছে ময়মনসিংহ প্রেসক্লাব। ময়মনসিংহ প্রেসক্লাব মিলনায়তনে শনিবার রাতে প্রেসক্লাব সদস্যের মেধাবী সন্তানদের মধ্যে এই বৃত্তি প্রদান করা হয়। ময়মনসিংহ মেডিক্যালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নাছির উদ্দিন আহমদ, জেলা প্রশাসক খলিলুর রহমান ও বৃত্তি কমিটির আহবায়ক ডাঃ কেআর ইসলাম শিক্ষার্থীদের হাতে বৃত্তির টাকা তুলে দেন। কম্বল বিতরণ স্টাফ রিপোর্টার, কুড়িগ্রাম ॥ কুড়িগ্রাম শহরের ঘোষপাড়া, সবুজপাড়া, খলিলগঞ্জ, ভেলাকোপা, কলেজমোড় হাসপাতাল পাড়া ও ভোকেশনাল মোড় এলাকার শীতার্তদের মাঝে ৫শ’ কম্বল বিতরণ করা হয়েছে। ক্লাব ৮৪ এসএসসি ব্যাচের শিক্ষার্থীরা তাদের নিজস্ব অর্থায়নে রবিবার সকালে কুড়িগ্রাম পৌরসভা চত্বরে এ কম্বল বিতরণ করেন। এর উদ্বোধন করেন পৌর মেয়র আবদুল জলিল। উপস্থিত ছিলেন প্রেসকøাবের সভাপতি মমিনুল ইসলাম মনজু, সম্পাদক শ্যামল ভৌমিক, সাংবাদিক রাজুমোস্তাফিজ ও ক্লাব ৮৪ ব্যাচের সভাপতি মোঃ কামরুন জাম্মান বাবু প্রমুখ।
×