ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

কুয়াকাটায় দখল ও দূষণের কবলে পুকুর ॥ বিপাকে পৌরবাসী

প্রকাশিত: ০৫:৩৯, ২৬ ডিসেম্বর ২০১৬

কুয়াকাটায় দখল ও দূষণের কবলে পুকুর ॥ বিপাকে পৌরবাসী

নিজস্ব সংবাদদাতা, কলাপাড়া, ২৫ ডিসেম্বর ॥ কুয়াকাটায় পর্যটক-দর্শনার্থীসহ পৌরবাসী এবং সংলগ্ন মসজিদের মুসল্লিদের ব্যবহারের একমাত্র পুকুরটির মহাসড়ক লাগোয়া পাড় থেকে দখল প্রক্রিয়া শুরু হয়ে গেছে। ইতোমধ্যে তিনটি দোকান বসানো হয়েছে। তিনটি দোকানেই চা বিক্রি করা হয়। বিক্রি করা হয় বিভিন্ন ফয়েল প্যাকের চানাচুরসহ বিভিন্ন শুকনো খাবার সামগ্রী। ক্রেতারা এসবের বর্জ্য পুকুরেই ফেলছে। পুকুরটি দখলের পাশাপাশি ব্যবহারের পানি নষ্ট হয়ে যাচ্ছে। বিপাকে পড়ছেন আগত পর্যটকসহ স্থানীয় বাসিন্দা। পুকুরের পানি রান্না, গোসলসহ অন্যান্য কাজে ব্যবহার অনুপযোগী হয়ে পড়ছে। কুয়াকাটায় আসা পর্যটকরা সাগরে গোসল শেষে একটু ফ্রেশ হন এ পুকুরের পানিতে গোসল করে। কিন্তু এখন এ সুবিধা থেকে বঞ্চিতের শঙ্কায় পড়েছেন। বর্তমানে পুকুরটি দখলের পাশাপাশি পরিবহনসহ বিভিন্ন রুটের বাস ধোয়ামোছার জন্য এ পুকুরের পানি ব্যবহার করা হয়। ফলে একদিকে ওই ময়লা-আবর্জনার পানিও পুকুরের পানির সঙ্গে মিশে সম্পূর্ণ পানি নষ্ট হয়ে যাচ্ছে। এছাড়া মহাসড়কেও আটকে থাকে। মোট কথা সরকারী এ পুকুরটি সংরক্ষণে কোন উদ্যোগ নেই। ইতোপূর্বে এটি দেখভালের জন্য উপজেলা প্রশাসন ছিল। এখন দায় বর্তায় পৌরসভা কর্তৃপক্ষের ওপর। পৌর মেয়র আব্দুল বারেক মোল্লা জানান, পুকুরটি সংরক্ষণের পদক্ষেপ নেয়া হয়েছে। কুয়াকাটা বিচ ম্যানেজমেন্ট কমিটির সভাপতি ও কলাপাড়া উপজেলা নির্বাহী অফিসার এবিএম সাদিকুর রহমান জানান, পুকুর দখলদারদের উচ্ছেদ করা হবে।
×