ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

বগুড়ায় নকল দুধ তৈরির কারখানা ॥ সরঞ্জামসহ আটক ৩

প্রকাশিত: ০৫:৩৯, ২৬ ডিসেম্বর ২০১৬

বগুড়ায় নকল দুধ তৈরির কারখানা ॥ সরঞ্জামসহ আটক ৩

স্টাফ রিপোর্টার, বগুড়া অফিস ॥ মানবদেহের জন্য মারাত্মক ক্ষতিকর কেমিক্যাল মিশিয়ে নকল তরল দুধ তৈরির কারখানার সন্ধান মিলেছে। রবিবার ভোরে সোনাতলা উপজেলার সিহিপুর মধ্যপাড়ায় ওই নকল দুধ তৈরির কারখানায় অভিযান চালিয়ে ডিবি পুলিশ বিপুল পরিমাণ তরল নকল দুধ ও এসব তৈরির কাজে ব্যবহৃত ক্ষতিকর কেমিক্যাল ও অন্যান্য সরঞ্জামসহ তিন জনকে আটক করে। গ্রেফতারকৃতরা হলো- পাবনার বেড়া উপজেলার নাকাইল্ল্যা গ্রামের সরজিত ঘোষ, একই উপজেলার তটুরিয়া পশ্চিমপাড়া গ্রামের আব্দুল হান্নান ও বগুড়ার সোনাতলা উপজেলার পাকুল্ল্যা ঘোষপাড়ার সজীব ঘোষ। পুলিশ জানায়, নকল দুধ তৈরির চক্রটি এক বছরেরও বেশি সময় ধরে সোনাতলা উপজেলার সিহিপুরে আব্দুল মান্নানের বাড়ি ভাড়া নিয়ে কারখানা চালু করে। এর প্রধান কারিগর ও মালিক পাবনার বেড়া উপজেলার সঞ্জিব ঘোষ। তার ভাই সরজিতসহ কয়েকজন ওই কারখানায় নকল দুধ তৈরি করে ব্র্যাকের স্থানীয় দুধ ক্রয় কেন্দ্রসহ বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছে। বাজার থেকে গরু ও মোষের দুধ কিনে তা নকল দুধের সঙ্গে মেশানো হয়। আর নকল দুধ তৈরি করা পানি সয়াবিন তেল, মারাত্মক ক্ষারক পারঅক্সাইড ও কয়েক ধরনের পাউডার। বাজার থেকে ২০ ভাগ দুধ কিনে তাতে রাসায়নিক দ্রব্য, পানি ও সয়াবিন দিয়ে তৈরি নকল দুধ মিশিয়ে খাঁটি দুধ হিসেবে চায়ের দোকান থেকে শুরু করে হাটবাজার, হোটেল এবং ব্র্যাকের দুধ ক্রয় কেন্দ্রে বিক্রি করা হচ্ছিল। পুলিশ বলছে, এই নকল দুধ বগুড়া ছাড়াও দেশের বিভিন্ন স্থানেও চক্রটি সরবরাহ করছিল। তবে এ বিষয়ে বিস্তারিত জানা যায়নি। গ্রেফতারকৃতরা পুলিশকে জানিয়েছে, তারা প্রতিদিন ৩শ’ থেকে ৫শ’ লিটার নকল দুধ বিক্রি করে আসছিল। এই নকল দুধ মানবদেহের জন্য ভয়াবহ ক্ষতিকর এবং ক্যান্সারের মতো প্রাণঘাতী রোগ সৃষ্টিতে সহায়তা করতে পারে বলে পুলিশ সুপার আসাদুজ্জামান জানিয়েছেন। তিনি জানান, নকল দুধ তৈরিতে যে পারঅক্সাইড ব্যবহার করা হয় তা হাতে রাখলে ক্ষত সৃষ্টি হয়।
×