ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

আড়াই ঘণ্টার পথ আড়াই বছরেও শেষ হয়নি

প্রকাশিত: ০৫:৩৮, ২৬ ডিসেম্বর ২০১৬

আড়াই ঘণ্টার পথ আড়াই বছরেও শেষ হয়নি

স্টাফ রিপোর্টার, কক্সবাজার ॥ রামু থেকে চট্টগ্রাম যেতে মাত্র আড়াই ঘণ্টা সময়ের পথ। অথচ আড়াই বছরে বিভাগীয় কমিশনার কার্যালয়ের নামজারি সংক্রান্ত মামলার নথি পৌঁছেনি। ওই নথিটি কি গায়েব হয়ে গেছে, না-কি কেউ চুরি করে সরিয়ে নিয়েছে তা বলতে পারছে না কর্তৃপক্ষ। নথি না পৌঁছায় আড়াই বছর ধরে বিভাগীয় কমিশনারের কার্যালয়ে মামলাটির শুধু পরবর্তী তারিখ বলে বাদীকে শুনানো হচ্ছে। বাদী শাহজাহান চৌধুরী প্রতিটি ধার্য তারিখে রামু থেকে চট্টগ্রাম আসা যাওয়ায় চরম হয়রানির শিকার হচ্ছেন। জানা যায়, জমি সংক্রান্ত নামজারি মামলায় ২০১৪ সালের ৫ জুন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) প্রদত্ত আদেশের বিরুদ্ধে বিভাগীয় কমিশনারের কাছে আপীল মামলা করেন রামুর শাহজাহান চৌধুরী। একই সালের ১ জুলাই মামলাটি গ্রহণ করে অতিরিক্ত বিভাগীয় কমিশনারের আদালত নিম্ন আদালতের আদেশকে স্থগিত এবং নথি তলব করে। পরবর্তী শুনানির দিনগুলোতে এ পর্যন্ত নিম্ন আদালতের নথি তলবের আদেশ জারি বলবৎ রয়েছে। বাদী একাধিকবার রামু ভূমি অফিসে যোগাযোগ করেন। ওই অফিসের সংশ্লিষ্টরা একে অপরকে দোষ চাপিয়ে কালক্ষেপণ করছে। নথির দেখা মিলছে না দেখে অবশেষে বাদী রামু উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বরাবরে অভিযোগ দিয়েছেন।
×