ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

চোখের রং বাদামি!

প্রকাশিত: ০৫:৩৬, ২৬ ডিসেম্বর ২০১৬

চোখের রং বাদামি!

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের সান দিয়াগো কাউন্টির অল এ্যাবাউট ভিশনের চোখের রোগ বিশেষজ্ঞ গ্যারি হেইটিং দাবি করেন, মানুষের চোখের রং সবুজ, নীল বা কালো নয় বরং বাদামি। মানুষের ত্বকের মতো চোখের রংও নির্ধারণ করে মেলানিন। চোখের মনিতে উপস্থিত মেলানিনের মাত্রাই বলে দেয় রং কি হবে। চোখের মণিতে থাকে মেলানোসাইটস, যা মেলানিনের সংক্ষিপ্ত রূপ। এই মেলানোসাইটসের রং বাদামি। তাই প্রত্যেক মানুষের চোখের রং বাদামি। মেলানোসাইটস কারও বেশি বা কম থাকে। - দ্য সান
×