ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

বায়োনিক চোখ

প্রকাশিত: ০৫:৩৫, ২৬ ডিসেম্বর ২০১৬

বায়োনিক চোখ

ইংল্যান্ডের ন্যাশনাল হেলথ সার্ভিসের (এনএইচএস) পৃষ্ঠপোষকতায় নতুন বছরে ম্যানচেস্টার রয়্যাল আই হসপিটাল ও লন্ডনের মুরফিল্ডস আই হসপিটালে রেটিনাইটিস পিগমেনটোসা নামের এক বংশগত রোগের কারণে অন্ধত্বের শিকার হওয়া দশজনের দৃষ্টিশক্তি ফেরাতে ‘বায়োনিক চোখ’ প্রতিস্থাপন করা হবে। অস্ত্রোপচারের মাধ্যমে এই দশজনের রেটিনায় বসানো হবে একটি বেদ্যুতিক চিপ। তাদের পরতে দেয়া হবে ক্যামেরা বসানো একটি চশমা। চশমায় লাগানো ক্যামেরা সামনের দৃশ্য থেকে আলো ধারণ করে ব্লুটুথের মাধ্যমে পাঠাবে রেটিনায় বসানো চিপে। এরপর সেই চিপ বা ইমপ্ল্যান্ট মস্তিষ্কে সংকেত পাঠাবে, অন্ধ ব্যক্তি পাবেন দেখার অনুভূতি। -ইনডিপেনডেন্ট
×