ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

বার্লিন হামলাকারীর ভাগ্নেসহ আটক ৩

প্রকাশিত: ০৫:৩৫, ২৬ ডিসেম্বর ২০১৬

বার্লিন হামলাকারীর ভাগ্নেসহ  আটক ৩

শনিবার বার্লিনে সন্দেহভাজন ট্রাক হামলাকারীর সম্ভাব্য সঙ্গীদের ধরতে ব্যাপক অভিযান চালিয়েছে তিউনিসীয় পুলিশ। জঙ্গী সংগঠনের সঙ্গে জড়িত সন্দেহে হামলাকারীর ভাগ্নেসহ তিনজনকে আটক করেছে তিউনিসীয় পুলিশ। আটকদের মধ্যে একজন তিউনিসিয়ায় জন্মগ্রহণকারী হামলার সন্দেহভাজন আনিস আমরির ভাগ্নে ছিল বলে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে। তিউনিসিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, শুক্রবার আটক করা তিনজনের বয়স ছিল ১৮ থেকে ২৭ বছরের মধ্যে। তারা একটি সন্ত্রাসী সেলের সদস্য এবং সন্ত্রাসী আনিস আমরির সঙ্গে সংযুক্ত। গত সোমবার জার্মানির বার্লিনে ছুটির দিন একটি ক্রিসমাস মার্কেটে লরি নিয়ে হামলা চালিয়ে ১২ জনকে হত্যা করা হয়। তবে ধারণা করা হয়েছে, আমরির ট্রাক ছিনতাই করে চালানো এ হামলার সঙ্গে আটককৃত তিনজনের মধ্যে সরাসরি কোন সম্পর্ক ছিল না। ২৪ বছর বয়সী সন্দেহভাজন হামলাকারী আনিস আমরি শুক্রবার ভোরে ইতালির মিলান শহরের কাছে পুলিশের গুলিতে নিহত হয়। শুক্রবার আইএস একটি ভিডিও প্রকাশ করে। এই ভিডিওটিতে আমরিকে আইএস প্রধান আবু-বকর-আল-বাগদাদির প্রতি আনুগত্য প্রকাশের প্রতিশ্রুতি দিতে দেখা যায়। তিউনিসিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, আমরি তার ভাগ্নেকে টাকা পাঠিয়েছিলেন, যাতে তার জিহাদী সঙ্গীদের সঙ্গে ভাগাভাগি করে নেয়। -এএফপি
×