ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

জাতিসংঘের সঙ্গে সম্পর্ক পর্যালোচনা করবেন নেতানিয়াহু

রোহিঙ্গা সমস্যা আঞ্চলিক উদ্বেগ হয়ে দাঁড়িয়েছে

প্রকাশিত: ০৫:৩৪, ২৬ ডিসেম্বর ২০১৬

রোহিঙ্গা সমস্যা আঞ্চলিক উদ্বেগ হয়ে  দাঁড়িয়েছে

ইসরাইল জাতিসংঘের কয়েকটি সংস্থায় এর বহু লাখ ডলারের চাঁদা দান স্থগিত রেখেছে এবং বিশ্ব সংস্থার সঙ্গে দেশটির সম্পর্ক পর্যালোচনার নির্দেশ দিয়েছে। জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ইসরাইলী বসতি স্থাপন সংক্রান্ত এক প্রস্তাব পাস হওয়ার পর দেশটি ওইসব পদক্ষেপ নিল। খবর বিবিসি, আরটি ও ওয়ালস্টিট জার্নালের। ইসরাইলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলেছেন, তার দেশ জাতিসংঘের সঙ্গে এর সম্পর্ক পর্যালোচনা করবে। অধিকৃত ভূখ-ে ইসরাইলী বসতি নির্মাণ বন্ধের দাবি জানিয়ে নিরাপত্তা পরিষদ এক প্রস্তাব গ্রহণের পর নেতানিয়াহু এ সম্পর্ক পুনর্মূল্যায়নের নির্দেশ দিলেন। তিনি জোর দিয়ে বলেন, ইসরাইল ১৫ সদস্যের নিরাপত্তা পরিষদের প্রস্তাব মেনে নেবে না। ফিলিস্তিনী নেতারা এ প্রস্তাবকে স্বাগত জানান। ইসরাইলী নেতা তার দেশের বিরুদ্ধে ‘লজ্জাজনক’ কাজের দায়ে ওবামা প্রশাসনকে অভিযুক্ত করেন। তিনি বলেন, জাতিসংঘ প্রস্তাব ফিলিস্তিনীদের সঙ্গে শান্তি নিয়ে আলোচনা করা কঠিন করে তুলবে মাত্র। এর আগে ইহুদী বসতি স্থাপনকে অবৈধ বলে অভিহিত করে জাতিসংঘে এক প্রস্তাব পাস হতে যুক্তরাষ্ট্র ভোট দানে বিরত থেকে সহায়তা যোগায়।
×