ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

জাতিসংঘ ভবন পুড়িয়ে দেয়ার হুমকি দুতের্তের

প্রকাশিত: ০৫:৩৪, ২৬ ডিসেম্বর ২০১৬

জাতিসংঘ ভবন পুড়িয়ে দেয়ার হুমকি দুতের্তের

জাতিসংঘ ভবন পুড়িয়ে দেয়ার হুমকি দিলেন ফিলিপিন্সের বিতর্কিত প্রেসিডেন্ট রডরিগো দুতের্তে। মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে নেয়া তার পদক্ষেপ সম্পর্কে আন্তর্জাতিক মহল নিন্দা-সমালোচনা করার পরিপ্রেক্ষিতে এ হুমকি দিয়েছেন তিনি। দুতের্তে বলেছেন, আমি আমেরিকা গেলে নিউইয়র্কে জাতিসংঘ ভবন জ্বালিয়ে দেব। খবর ওয়েবসাইটের। ফিলিপিন্সের দক্ষিণাঞ্চলীয় শহর জামবোংগায় একটি সেনাঘাঁটিতে বক্তব্য দেয়ার সময় দুতের্তে বলেন, আপনারা যান এবং জাতিসংঘে আমার বিরুদ্ধে অভিযোগ দাখিল করুন। যদি আপনারা চান, আমি জাতিসংঘ ভবনও পুড়িয়ে দেব। জাতিসংঘ মানবাধিকারবিষয়ক হাইকমিশনের প্রধান জেইদ রা’আদ আল হুসেইনকে বৃহস্পতিবার ‘নির্বোধ, বেশ্যার ছেলে’ বলে গালি দেন দুতের্তে। দাভাও শহরের মেয়র থাকার সময় নিজ হাতে মাদকসেবীদের খুন করার কথা স্বীকার করায় তার বিরুদ্ধে তদন্ত করতে চায় জাতিসংঘ। এর প্রতিক্রিয়ায় জাতিসংঘ জ্বালিয়ে দেয়ার হুমকি দেন দুতের্তে। বৃহস্পতিবার বক্তব্য দেয়ার সময় জেইদকে বেশ কয়েকবার ‘নির্বোধ’ বলে গালি দেন দুতের্তে।
×