ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

প্রশান্ত মহাসাগরে বিমানবাহী রণতরী নিয়ে চীনের সামরিক মহড়া

প্রকাশিত: ০৫:৩৪, ২৬ ডিসেম্বর ২০১৬

প্রশান্ত মহাসাগরে বিমানবাহী রণতরী নিয়ে চীনের সামরিক মহড়া

চীনের প্রথম বিমানবাহী রণতরী প্রশান্ত মহাসাগরের পশ্চিমাঞ্চলে সামরিক মহড়া শুরু করতে যাচ্ছে। যাকে চীনা কর্তৃপক্ষ নৌবাহিনীর নিয়মিত মহড়া বলে জানিয়েছে। তবে তাইওয়ান নিয়ে অব্যাহত উত্তেজনার মধ্যে বেজিং এ পদক্ষেপ নিচ্ছে। স্ব-শাসিত তাইওয়ানকে চীন নিজের বলে দাবি করে থাকে। খবর টাইমস অব ইন্ডিয়ার। চীনা নৌবাহিনী এক বিবৃতিতে শনিবার জানিয়েছে, অন্যান্য রণতরীর সঙ্গে বিমানবাহী জাহাজ লিয়াওনিংও গভীর সমুদ্রে মহড়ায় অংশ নিচ্ছে। মহড়াটির অবস্থান ও রুট সম্পর্কে বিস্তারিত কিছুই জানানো হয়নি। নিজের জলসীমা ছাড়িয়ে এটিই প্রশান্ত মহাসাগরে চীনের প্রথম মহড়া। নৌবাহিনীর উদ্ধৃতি দিয়ে ‘পিপলস লিবারেশন আর্মি ডেইলি’র প্রথম পাতায় দাবি করা হয়, বার্ষিক মহড়ার অংশ হিসেবে এটি অনুষ্ঠিত হচ্ছে। এ মাসে কোরিয়ার কাছে উত্তর-পূর্বাঞ্চলীয় বোহাই সাগরে বিমানবাহী জাহাজ ও যুদ্ধবিমানের অংশগ্রহণে প্রথমবারের মতো চীনের সামরিক মহড়ায় তাজা গোলা ব্যবহার করা হয়। পূর্ব চীন সাগরে অনুষ্ঠিত এটিই সাম্প্রতিককালের ব্যতিক্রমী সামরিক মহড়া। নৌবাহিনী তাদের দাফতরিক মাইক্রোব্লগে পূর্ব চীন সাগরে অনুষ্ঠিত মহড়ার ছবি দেয়। যেখানে বিমানবাহী রণতরীর জে-১৫ জঙ্গী জেট বিমানকে আকাশে উড়তে দেখা গেছে। মহড়াটি নৌবাহিনী প্রধান উ সেং লি তদারক করেন। নৌবাহিনী জানায়, বৃহস্পতিবার তারা মহড়া চলাকালীন অবস্থায় জ্বালানি সরবরাহ করে ও যুদ্ধের মহড়ায় অংশ নেয়। বিতর্কিত দক্ষিণ চীন সাগরে চীনের সামরিক উপস্থিতি বৃদ্ধি পাওয়ায় যুক্তরাষ্ট্রসহ সংশ্লিষ্ট দেশগুলো উদ্বেগ প্রকাশ করেছে। চীনের বিরুদ্ধে সমুদ্র পথ সামরিকীকরণের অভিযোগ এনেছে প্রতিবেশী দেশসমূহ। তাইওয়ান নিয়ে অব্যাহত উত্তেজনার মধ্যে পশ্চিম প্রশান্ত মহাসাগরে সামরিক মহড়া হচ্ছে।
×