ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

১ সেকেন্ডের চার্জে চলবে কয়েকদিন

প্রকাশিত: ০৫:৩২, ২৬ ডিসেম্বর ২০১৬

১ সেকেন্ডের চার্জে চলবে কয়েকদিন

যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব সেন্ট্রাল ফ্লোরিডার একদল বিজ্ঞানী একটি ব্যাটারির প্রোটোটাইপ তৈরি করেছেন। এটি যেনতেন ব্যাটারি নয়, একে বলা হচ্ছে ‘সুপারক্যাপাসিটর’। প্রচলিত লিথিয়াম-আয়ন ব্যাটারির চেয়ে এ ব্যাটারি বিশগুণ শক্তিশালী হবে। আর কয়েক সেকেন্ডেই চার্জ হবে এটি। বিজ্ঞানী দলের সদস্য নিতিন চক্রবর্তী জানান, যদি বর্তমান ব্যাটারিগুলোর স্থানে এ ব্যাটারি জায়গা করে নিতে পারে, তাহলে সবার হাতে থাকা স্মার্টফোনগুলো কয়েক সেকেন্ডেই চার্জ হয়ে যাবে। এ চার্জ থাকবে কয়েকদিন পর্যন্ত। নতুন ব্যাটারি পরীক্ষাধীন রয়েছে। এতে এখন পর্যন্ত কোন সমস্যা দেখা দিচ্ছে না। প্রচলিত লিথিয়াম-আয়ন ব্যাটারিগুলোর শক্তি ধীর ধীরে কমে আসতে থাকে। কিন্তু এ ব্যাটারির শক্তি অত তাড়াতাড়ি শেষ হয় না। এ ব্যাটারি ৩০ হাজারবার রিচার্জের পরও আগের মতোই থাকে। খবরে বলা হয়েছে, এ সুপারক্যাপাসিটর ব্যাটারি চার্জ নেয় উপরিতলের ধাতব পদার্থের ওপর ভিত্তি করে। কিন্তু প্রচলিত ব্যাটারি রাসায়নিক বিক্রিয়ার ওপর নির্ভর করে শক্তি সঞ্চয় করে। গ্রাফিন ব্যবহার করে বিজ্ঞানীরা ইলেক্ট্রন ধরে রাখার বড় ক্ষেত্র সৃষ্টি করেছেন। এতে ব্যাটারির জীবনীশক্তি অনেক বেড়েছে। আপাতত এ ব্যাটারি তৈরি গবেষণা পর্যায়ে রয়েছে। তবে বিজ্ঞানীদের আশাবাদ, এ ব্যাটারি তৈরি হলে মোবাইল শিল্পে বিপ্লব ঘটবে। শুধু তাই নয়, প্রযুক্তি শিল্পে এ ব্যাটারি নতুন মাত্রা যোগ করবে। Ñসায়েন্স ডেইলি
×