ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

উত্তর মেরুতে রেকর্ড তাপ

প্রকাশিত: ০৫:২৭, ২৬ ডিসেম্বর ২০১৬

উত্তর মেরুতে রেকর্ড তাপ

বড়দিনের শুরুতেই উত্তর মেরুতে এবার তাপমাত্রা গড়ে ২০ ডিগ্রী পর্যন্ত বেড়ে যেতে পারে, যা নতুন রেকর্ড গড়বে বলে ভাবছেন পরিবেশ বিজ্ঞানীরা। এর ফলে এবারের বড়দিনে তুষারপাতের আশঙ্কা খুব কম। বিজ্ঞানীদের মতে, অসময়ে এ ধরনের উষ্ণ আবহাওয়ার কারণ মানবসৃষ্ট জলবায়ু পরিবর্তন। নবেম্বর-ডিসেম্বরে তাপমাত্রা গড়ে ৫ ডিগ্রী সেলসিয়াস বেশি ছিল। এ বছর গ্রীষ্মের সময় আর্কটিক সমুদ্রের বরফ দ্বিতীয় সর্বনিম্ন মাত্রায় নেমে গেছে। অক্সফোর্ড এনভায়রনমেন্টাল চেঞ্জ ইনস্টিটিউটের গবেষক ড. ফ্রেডেরিক ওটো জানান, এ ধরনের তাপপ্রবাহ খুবই বিরল। সাধারণত এ ধরনের তাপপ্রবাহ হাজার বছরে একবার দেখা যায়। এই তাপপ্রবাহ নিয়ে বিজ্ঞানীরা ব্যাপকভাবে গবেষণা চালাচ্ছেন। তিনি আরও বলেন, যদি এভাবে জলবায়ু পরিবর্তন হতে থাকে, তবে তীব্র তাপপ্রবাহ প্রতিবছর একবার করে দেখা যাবে বলে আশঙ্কা করা হচ্ছে। এর প্রভাব খুবই মারাত্মক হবে। বিজ্ঞানীরা বলছেন, তাপপ্রবাহের কারণে এবারের বড়দিনের সময় প্রায় বরফাচ্ছাদিত উত্তর মেরুতে তাপমাত্রা অনেক বেশি থাকবে। উত্তর আটলান্টিক মহাসাগর থেকে উত্তর মেরু পর্যন্ত গরম বাতাস প্রবাহিত হবে। এর ফলে মেঘ দেখা দেবে আকাশে এবং পৃথিবী থেকে তাপ ছড়িয়ে পড়তেও বাধা দেবে। -বিবিসি
×