ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

শাহজালালে যাত্রীর দেহ তল্লাশি করে ৩০ স্বর্ণের বার উদ্ধার

প্রকাশিত: ০৫:২৬, ২৬ ডিসেম্বর ২০১৬

শাহজালালে যাত্রীর দেহ তল্লাশি করে ৩০ স্বর্ণের বার উদ্ধার

স্টাফ রিপোর্টার ॥ শাহজালাল বিমানবন্দরে আসা মহিউদ্দিন (৩০) নামে এক যাত্রীর দেহ তল্লাশি করে প্রায় ৪ কেজি স্বর্ণ জব্দ করেছে ঢাকা কাস্টমস কর্তৃপক্ষ। রবিবার দুপুরে বিমানবন্দরের অভ্যন্তরীণ টার্মিনাল থেকে তাকে আটক করা হয়। ঢাকা কাস্টমস হাউসের সহকারী কমিশনার এএইচএম আহসানুল কবির জানান, এনফোর্সমেন্ট মাস উপলক্ষে অভ্যন্তরীণ টার্মিনাল এলাকায় বিশেষ তল্লাশি করা হয়। দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে টার্মিনাল এলাকা থেকে চট্রগ্রাম থেকে আসা যাত্রী মহিউদ্দিনকে চ্যালেঞ্জ করা হয়। পরে তার দেহ তল্লাশি করে কোমরে স্কচটেপ পেঁচানো অবস্থায় ৩ কেজি ৪৫০ গ্রাম ওজনের ৩০টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ১ কোটি ৬০ লাখ টাকা। তিনি জানান, দুপুরে বিজি-০০২২ ফ্লাইটে (মাস্কাট-চট্টগ্রাম-ঢাকা) চট্রগ্রাম থেকে ঢাকায় আসলেও তার কাছে কোন পাসপোর্ট ছিল না। প্রথমে তাকে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি স্বীকার করেননি। জিজ্ঞাসাবাদ শেষে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে। এনফোর্সমেন্ট মাস উপলক্ষে বিশেষ তল্লাশি অব্যাহত থাকবে।
×