ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

শিক্ষার্থীদের মানসিক বিকাশে সব শিক্ষা প্রতিষ্ঠানে পাঠাগার স্থাপনের তাগিদ

প্রকাশিত: ০৫:২৬, ২৬ ডিসেম্বর ২০১৬

শিক্ষার্থীদের মানসিক বিকাশে সব শিক্ষা প্রতিষ্ঠানে পাঠাগার স্থাপনের তাগিদ

স্টাফ রিপোর্টার ॥ শিক্ষাগ্রহণের পাশাপাশি মানসিক বিকাশের জন্য দেশের সব সরকারী-বেসরকারী স্কুল-কলেজ ও বিশ্ববিদ্যালয়ে পাঠাগার স্থাপন করা প্রয়োজন। শুধুমাত্র সরকারী অর্থে সমাজে শিক্ষা কার্যক্রম পুরোপুরি বাস্তবায়ন হয় না। এজন্য অবকাঠামো উন্নয়নে সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। শনিবার বিকেলে রাজধানীর পুরান ঢাকার প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিদ্যাপীঠ ঐতিহ্যবাহী বেগম বদরুন্নেসা সরকারী মহিলা কলেজে ‘একটি পাঠাগার, ব্যাংক এশিয়া লিমিটেডের এটিএম ও কালেকশন বুথের’ উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী এ আহ্বান জানান। ছয়তলাবিশিষ্ট ছাত্রী হোস্টেলের ছাদে ব্যাংক এশিয়ার অর্থায়নে ‘আকাশলীনা’ নামে একটি নান্দনিক পাঠাগার তৈরি করা হয়েছে। নুরুল ইসলাম নাহিদ বলেন, দেশে সরকারী সম্পদ অনেক সীমিত। সরকারী অর্থে শিক্ষাপ্রতিষ্ঠানের অবকাঠামো উন্নয়নে পর্যাপ্ত চাহিদা মেটানো সম্ভব হচ্ছে না। বর্তমান সরকারের একান্ত আগ্রহে সময়ের প্রয়োজনে মেয়েরা শিক্ষাগ্রহণে এগিয়ে আসায় এর চাহিদা দিন দিন বাড়ছে। অথচ শিক্ষার্থীদের পর্যাপ্ত সুযোগ-সুবিধা দিতে পারলে শিক্ষার মান আরও বাড়ানো সম্ভব হবে। এক্ষেত্রে ব্যক্তি বা বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলোকে এগিয়ে আসতে হবে। এজন্য ব্যাংক এশিয়াকে ধন্যবাদ জানান। অনুষ্ঠানে ছাত্রলীগের কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি ও বদরুন্নেচ্ছা কলেজের ছাত্রী সাবিনা আক্তার শিউলি কলেজের ছাত্রীদের পক্ষ থেকে পাঠাগারটির সর্বোচ্চ ব্যবহার করতে ছয়তলা হোস্টেল ভবনটিতে ওঠার জন্য একটি আধুনিক লিফট স্থাপন করতে শিক্ষামন্ত্রী ও ব্যাংক এশিয়ার চেয়ারম্যানের প্রতি জোর দাবি জানান। এরই প্রেক্ষিতে ব্যাংক এশিয়ার চেয়ারম্যান আবদুর রউফ চৌধুরী বলেন, শিক্ষার্থীদের পড়াশোনার জন্য একটি ভাল পরিবেশ অনেক গুরুত্বপূর্ণ। তাই সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে তারা এ অবদান রেখেছেন। দাবির প্রেক্ষিতে তিনি হোস্টেলে একটি লিফট দেয়ার ঘোষণা দেন। অনুষ্ঠানে অধ্যক্ষ মাহবুবা রহমান বলেন, আগে ছাত্রী হোস্টেলে পড়াশোনার তেমন কোন পরিবেশ ছিল না। এখন নান্দনিক ও পরিবেশসম্মত খোলা আকাশের নিচে তৈরি হওয়া এ পাঠাগার ছাত্রীদের পড়াশোনায় অনেক উৎসাহিত করবে। অনুষ্ঠানে ব্যাংক এশিয়ার ব্যবস্থাপনা পরিচালক আরফান আলী, কলেজের উপাধ্যক্ষ বিএম মাকসুদা আক্তার, গণিত বিভাগের সহকারী অধ্যাপক মনির হোসেন প্রমুখ বক্তব্য দেন। অনুষ্ঠান শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
×