ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

খেলাফত মজলিশের অধিবেশনে মির্জা ফখরুল

নিরপেক্ষ নির্বাচনের জন্য নিরপেক্ষ ইসি প্রয়োজন

প্রকাশিত: ০৫:২৫, ২৬ ডিসেম্বর ২০১৬

নিরপেক্ষ নির্বাচনের জন্য নিরপেক্ষ ইসি প্রয়োজন

স্টাফ রিপোর্টার ॥ পরবর্তী জাতীয় সংসদ নির্বাচনকালে বিএনপি নিরপেক্ষ সরকার ও নির্বাচন কমিশন (ইসি) চায় বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রবিবার দুপুরে রাজধানীর মহানগর নাট্যমঞ্চে খেলাফত মজলিশের ৯ম কেন্দ্রীয় সাধারণ পরিষদের অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। তিনি অভিযোগ করেন, বর্তমান সরকারের আমলে বিএনপির ৫ শতাধিক নেতাকর্মী গুম হয়েছে। এছাড়া বিএনপি নেতাকর্মীদের নামে মামলা দিয়ে সারাদেশে শ্বাসরুদ্ধকর পরিবেশ সৃষ্টি করা হয়েছে। শুধু খালেদা জিয়ার নামেই দেয়া হয়েছে ৩৬টি মামলা। মির্জা ফখরুল বলেন, নিরপেক্ষ নির্বাচনের জন্য নিরপেক্ষ নির্বাচন কমিশন প্রয়োজন। আর নিরপেক্ষ সরকার না হলে নির্বাচন কমিশন স্বাধীনভাবে কাজ করতে পারবে না। রাষ্ট্রপতি রাজনৈতিক দলগুলোর সঙ্গে ইসি গঠনের বিষয়ে যে আলোচনা শুরু করেছেন এর মাধ্যমে বিষয়টির সুষ্ঠু সমাধান হবে বলে আশা করি। রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে রাষ্ট্রপতি সত্যিকার অর্থেই একটি স্বাধীন, নিরেপক্ষ, সৎ, সাহসী ও যোগ্য নির্বাচন কমিশন গঠন করতে পারবেন। বিএনপি মহাসচিব বলেন, অবাধ, সুষ্ঠু ও নিরেপক্ষ নির্বাচন ছাড়া রাজনৈতিক সঙ্কট নিরসনের পথ নেই। বিএনপি বিশ্বাস করে একটি সত্যিকারের জাতীয় সংসদ নির্বাচনের মাধমেই ক্ষমতা হস্তান্তর করা উচিত। সে জন্যই বিএনপি নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠনের প্রস্তাব দিয়েছে। ফখরুল বলেন, সারাবিশ্বে মুসলমান এবং ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে। শান্তির ধর্ম ইসলামকে ভিন্নভাবে উপস্থাপন করে সারাবিশ্বে মুসলমানদের নির্যাতন করা হচ্ছে। বর্তমান আওয়ামী লীগ সরকারের শাসনামলে দেশে বিভিন্ন ধর্মের মানুষ নির্যাতিত হচ্ছে। দেশের রাজনীতি গভীর সঙ্কটে রয়েছে অভিযোগ করে তিনি বলেন, শুধু রাজনীতি নয়, দেশের অর্থনীতি ও পররাষ্ট্র নীতিসহ দেশের জনগণ এখন সঙ্কটের মুখে পড়েছে। মির্জা ফখরুল বলেন, ক্ষমতাকে চিরস্থায়ী করার জন্য বর্তমান সরকার কূটকৌশলের মাধ্যমে বিরোধী দলকে নিশ্চিহ্ন করতে চায়। এ অবস্থার অবসানে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার নেতৃত্বে গণতান্ত্রিক আন্দোলন বেগবান করে অর্থবহ নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে। এ সরকারের নিরপেক্ষ নির্বাচন দেয়ার ইচ্ছে নেইÑ মন্তব্য করে ফখরুল বলেন, তারা নিরপেক্ষ নির্বাচন দেবে না, কারণ তারা জানে নিরপেক্ষ নির্বাচন হলে ক্ষমতায় যেতে পারবে না। এ সরকার বিরোধী দলকে রাজনীতি থেকে দূরে রাখতেই সারাদেশে নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা দেয়াকে অপকৌশল হিসেবে নিয়েছে। তিনি বলেন, দেশে এখন আইনের শাসন এবং সত্য ও ন্যায়ের কোন স্থান নেই। বিএনপি মহাসচিব বলেন, পত্রিকায় দেখলাম আশকোনায় জঙ্গি হামলায় চার বছরের শিশু ক্ষত-বিক্ষত হয়ে হাসপাতালের বেডে শুয়ে আছে। তা দেখে আমার অন্তর আত্মা শুকিয়ে গেছে। একটা চার বছরের শিশু গ্রেনেড দ্বারা ক্ষত-বিক্ষত হয়ে হাসপাতালের বেডে পড়ে আছে। তার মা ও বাবা নাকি জঙ্গী, জানি না সত্য কি-না। আয়োজক সংগঠনের সভাপতি অধ্যাপক মাওলানা মোহাম্মদ ইসহাকের সভাপতিত্বে বক্তব্য রাখেনÑ কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অব) সৈয়দ মুহাম্মদ ইবরাহিম, জাগপা সভাপতি শফিউল আলম প্রধান, এনডিপি চেয়ারম্যান খন্দকার গোলাম মোর্ত্তজা, এনপিপি চেয়ারম্যান ফরিদুজ্জামান ফরহাদ, লেবার পার্টির চেয়ারম্যান ডাঃ মোস্তাফিজুর রহমান ইরান, খেলাফত মজলিসের মহাসচিব অধ্যাপক আহমদ আবদুল কাদের প্রমুখ। দুই নেত্রীর ১ ঘণ্টার আলোচনায় দেশের সঙ্কট নিরসন সম্ভব -দুদু ॥ দেশের দুই নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার ১ ঘণ্টার আলোচনায় দেশের চলমান সঙ্কট নিরসন সম্ভব বলে মন্তব্য করেছেন বিএনপি ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। রবিবার দুপুরে রাজধানীর ফটো জার্নালিস্ট এ্যাসোসিয়েশন মিলনায়তনে জাসাসের সাবেক আহ্বায়ক জাহিদ হোসেন চুন্নুর ২১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে সংগঠনের ঢাকা মহানগর দক্ষিণ শাখা আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। বিএনপি নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে আরেকবার রাস্তায় নেমে লড়াই করার প্রস্তুতি নিতে হবে। দুদু বলেন, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী ডাঃ সেলিনা হায়াত আইভী বিজয়ী হওয়ার পর প্রধানমন্ত্রী তাকে বুকে টেনে নিয়েছেন। আমাদের প্রশ্ন প্রধানমন্ত্রী কি তাকে সত্যিই বিজয়ের আনন্দে বুকে টেনে নিয়েছেন। যদি সত্যিই প্রধানমন্ত্রী আইভীকে বিজয়ের আনন্দে বুকে টেনে নিয়ে থাকেন, তখন আমরা ধারণা করতেই পারিÑ আপনাদের জনপ্রিয়তা অনেক বেশি। তাহলে আসুন না দলনিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে জনপ্রিয়তা যাচাই করি। আয়োজক সংগঠনের সভাপতি জাহাঙ্গীর আলম শিকদারের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেনÑ বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা আব্দুস সালাম, জাসাসের সভাপতি আব্দুল মালেক, সাধারণ সম্পাদক মনির খান প্রমুখ। বিএনপি জঙ্গীবাদ সমর্থন করে না -রিজভী ॥ বিএনপি জঙ্গীবাদ সমর্থন করে না বলে মন্তব্য করেছেন দলটির সিনিয়র যুগ্মমহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, বিএনপি ক্ষমতায় থাকার সময় জঙ্গী নেতাদের ধরে বিচারের আওতায় আনা হয়েছে। রবিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে স্বাধীনতা ফোরাম নামক একটি সংগঠন আয়োজিত আলোচনা সভায় প্রধান আলোচকের বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। রাজধানীর আশকোনায় জঙ্গি আস্তানায় অভিযানসহ সাম্প্রতিক সময়ে জঙ্গী দমনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান প্রসঙ্গে প্রশ্ন উত্থাপন করে রিজভী বলেন, জঙ্গীবাদ নির্মূলে কোন নাটক করা হচ্ছে কিনাÑ জনমনে এমন প্রশ্ন দেখা দিয়েছে। কারণ সরকারের লোকেরা বলছেন জঙ্গীবাদ নির্মূল হয়েছে। তাহলে শনিবার আশকোনায় কিভাবে জঙ্গীর উৎপত্তি হলো? তিনি বলেন, যাদের মুক্তিযুদ্ধে অবদান নেই তারাই সংসদ ভবন এলাকা থেকে জিয়াউর রহমানের মাজার ভেঙ্গে ফেলার চেষ্টা করছে। তবে মাজার ধ্বংস করে মানুষের হৃদয় থেকে জিয়ার নাম মুছে ফেলা যাবে না। আয়োজক সংগঠনের সভাপতি আবু নাসের রহমাতুল্লাহর সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি অধ্যাপক এমাজউদ্দিন আহমেদ, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা আব্দুস সালাম, বিএনপির যুগ্মমহাসচিব খায়রুল কবির খোকন, সহ-প্রচার সম্পাদক আসাদুল করিম শাহীন, নির্বাহী কমিটির সদস্য খালেদা ইয়াসমিন প্রমুখ। সরকারকে উদ্দেশ করে এমাজউদ্দিন বলেন, আইয়ুব খানের স্বপ্ন বাস্তবায়ন থেকে বিরত থাকুন। জিয়ার কবর ঢাকা থেকে সরাবেন না। লুই কানের পাকিস্তানের জন্য আঁকা নক্সা বাংলাদেশে বাস্তবায়ন করার সিদ্ধান্ত সরকারের নীতিগত ভুল। এ নক্সা বাস্তবায়ন করলে আইয়ুব খানের স্বপ্ন বাস্তবায়ন হবে।
×