ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসে উন্নয়ন মেলা

প্রকাশিত: ০৫:১৬, ২৬ ডিসেম্বর ২০১৬

বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসে উন্নয়ন মেলা

সরকারের উন্নয়ন কার্যক্রমের সঙ্গে প্রান্তিক পর্যায়ের জনগণকে সম্পৃক্ত করতে সরকার সারাদেশে উন্নয়ন মেলার আয়োজন করছে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবসকে সামনে রেখে আগামী ৯ থেকে ১১ জানুয়ারি তিন দিনব্যাপী রাজধানীসহ জেলা ও উপজেলা পর্যায়ে ওই মেলা অনুষ্ঠিত হবে। মেলায় সরকারী বিভিন্ন প্রতিষ্ঠান ভিন্ন ভিন্ন খাতের উন্নয়নের চিত্র তুলে ধরবে। করসেবায় ও প্রান্তিক জনগণের মধ্যে কর বিষয়ে সচেতনতা বৃদ্ধি করতে উন্নয়ন মেলায় প্রথমবারের মতো সারাদেশের জেলা ও উপজেলা পর্যায়ে উপস্থিত থাকছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। আর ওই মেলায় ইলেকট্রনিক কর শনাক্ত নম্বর (ইটিআইএন) নেয়াসহ অন্যান্য করসেবা পাওয়া যাবে। থাকবে কর শিক্ষণ ফোরাম। যেখানে স্কুল ও কলেজের ছাত্রছাত্রীদের কর বিষয়ে শিক্ষা দেয়া হবে। -অর্থনৈতিক রিপোর্টার
×