ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

রূপালী ব্যাংক সিবিএ’র ৫ নেতাকর্মী সাময়িক বরখাস্ত

প্রকাশিত: ০৫:১৪, ২৬ ডিসেম্বর ২০১৬

রূপালী ব্যাংক সিবিএ’র ৫ নেতাকর্মী সাময়িক বরখাস্ত

অর্থনৈতিক রিপোর্টার ॥ রাষ্ট্র মালিকানাধীন রূপালী ব্যাংকের স্থানীয় কার্যালয়ের মহাব্যবস্থাপক (জিএম) ও উপ-মহাব্যবস্থাপককে (ডিজিএম) লাঞ্ছিত করার ঘটনায় ব্যাংকটির কর্মচারী ইউনিয়নের (সিবিএ) ৫ নেতাকর্মীকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। বৃহস্পতিবার ব্যাংকটির ব্যবস্থাপনা কর্তৃপক্ষ এ সিদ্ধান্ত নেয়। বহিষ্কৃতরা হলেনÑ সিবিএ মোস্তাক-কাবিল গ্রুপের সাধারণ সম্পাদক ও ব্যাংকের অফিস সহকারী কাবিল হোসেন কাজী, গাড়িচালক আবুল কালাম আজাদ, অফিস সহকারী আনোয়ার হোসেন ও আহসান হাবীব এবং কাপ্তানবাজার শাখার অফিস সহকারী আরমান মোল্লা। সূত্র জানায়, গত ৫ ডিসেম্বর ব্যাংকটির আদেশে স্থানীয় কার্যালয়ে যোগ দেন মহিউদ্দিন। এর পরিপ্রেক্ষিতে সিবিএ সভাপতি মোস্তাক আহমেদ, সাধারণ সম্পাদক কাবিল হোসেন কাজী, আনোয়ার মোল্লা, আহসান হাবিব, আল-আমিনসহ ১৫-২০ জন ব্যাংকটির জিএম নুরুজ্জামান, ডিজিএম শওকত আলী খান ও এজিএম সাখাওয়াত হোসেনের কাছে মহিউদ্দিনের যোগদানের বিষয়ে জানতে চায় ও গালিগালাজ করে। পরে তারা জিএম ও ডিজিএমকে নিজ কক্ষ থেকে টেনেহিঁচড়ে উঠিয়ে পঞ্চম তলার প্রশাসন ও মানবসম্পদ বিভাগে নিয়ে যায়। সেখানে তারা জোরপূর্বক হাজিরা খাতা থেকে মহিউদ্দিনের নাম মুছে ফেলে ও জিএম-ডিজিএমকে অনুস্বাক্ষর করতে বাধ্য করে। ওই ঘটনার পরদিন (৬ ডিসেম্বর) ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) দেবাশীষ চক্রবর্তীকে প্রধান করে ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়। প্রাথমিক তদন্তে তাদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় প্রশাসনিক ব্যবস্থা হিসেবে সাময়িক বহিষ্কার করা হয়েছে। এরপর প্রশাসনিক পদ্ধতিতে তাদের বিচার করা হবে। বিচারে দোষী প্রমাণিত হলে তাদের বিরুদ্ধে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ এনে আরও কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।
×