ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

জাহাজ ভাঙ্গা শিল্পের বিকাশে নীতিমালা হচ্ছে

প্রকাশিত: ০৫:১৪, ২৬ ডিসেম্বর ২০১৬

জাহাজ ভাঙ্গা শিল্পের বিকাশে নীতিমালা হচ্ছে

অর্থনৈতিক রিপোর্টার ॥ দেশের ক্রমবর্ধমান অবকাঠামো নির্মাণ ও শিল্পায়নের স্বার্থে সরকার জাহাজ ভাঙ্গা শিল্প বিকাশে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে বলে জানিয়েছেন শিল্প মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মোশাররফ হোসেন ভূঁইয়া। শনিবার চট্টগ্রামের একটি রেস্তরাঁয় জাহাজ ভাঙ্গা ও রিসাইক্লিং শিল্পের সার্বিক উন্নয়ন শীর্ষক মতবিনিময় সভা এবং প্রশিক্ষণপ্রাপ্ত শ্রমিক-কর্মচারীদের মাঝে সনদ বিতরণ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান। অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ শিপ ব্রেকার্স এ্যান্ড রিসাইক্লার্স এ্যাসোসিয়েশন (বিএসবিআরএ)। মোশাররফ হোসেন ভূঁইয়া বলেন, জাহাজ ভাঙ্গা শিল্পের জন্য ব্যাংকঋণের সুদের হার কমানো এবং শুল্কায়নের ক্ষেত্রে থাকা সব ধরনের বাধা দূর করতে পদক্ষেপ নিয়েছে সরকার। এছাড়া এ শিল্পকে এগিয়ে নেয়ার লক্ষ্যে ইতোমধ্যে একটি নীতিমালা তৈরি করা হয়েছে। এটি এখন মন্ত্রিপরিষদের অনুমোদনের অপেক্ষায় রয়েছে। তিনি বলেন, দেশে প্রায় ৬০০ রড তৈরির কারখানা আছে। এগুলোর কাঁচামালের ৬০ থেকে ৭০ শতাংশই আসে জাহাজ ভাঙ্গা শিল্প থেকে। প্রত্যক্ষ ও পরোক্ষভাবে এ শিল্পের সঙ্গে দেশের অন্তত এক কোটি মানুষ জড়িত। মোশাররফ হোসেন ভূঁইয়া আরও বলেন, পরিবেশবাদীদের পদক্ষেপ ও প্রস্তাবনা এ শিল্প বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তবে নজর রাখতে হবে, কেউ যেন ষড়যন্ত্র করতে না পারে। সম্প্রতি বাংলাদেশে একটি জাহাজ আসার পর বলা হলো, সেটি তেজস্ক্রিয় পদার্থ বহন করছে। পরে জাহাজটি ভারতে নিয়ে ভাঙ্গা হলে তাতে কোন তেজস্ক্রিয় পদার্থের অস্তিত্ব মেলেনি। এখন বাংলাদেশে আসা আরেকটি জাহাজ নিয়ে এ ধরনের কথা বলা হচ্ছে। শিল্প সচিব বলেন, আশুলিয়ায় কয়েকটি তৈরি পোশাক কারখানায় আন্দোলন শুরু হয়েছে। ফলে সেখানে উৎপাদন ব্যাহত হয়েছে। এসব কারখানা ক্রয় আদেশ অনুযায়ী পোশাক যথাসময়ে সরবরাহ করতে পারবে না। ফলে এসব ক্রয় আদেশ অন্য দেশে চলে যাচ্ছে। এতে ওই সব দেশ উপকৃত হবে। চট্টগ্রাম বিভাগের পরিবেশ অধিদফতরের সহকারী পরিচালক জমির উদ্দিন বলেন, জাহাজ ভাঙ্গা শিল্প পরিবেশ মন্ত্রণালয়ের নাকি শিল্প মন্ত্রণালয়ের অধীনে থাকবে, তা ঠিক করার জন্য পরিবেশ অধিদফতর থেকে উর্ধতন কর্তৃপক্ষের কাছে চিঠি দেয়া হয়েছে। তবে পরিবেশের ক্ষতি হয় এমন কোন কার্যক্রমের অনুমোদন দেবে না পরিবেশ অধিদফতর।
×