ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

কুয়াকাটা থেকে ঢাকা- ওভারহেড ফাইবার কেবল স্থাপন হচ্ছে

প্রকাশিত: ০৫:১২, ২৬ ডিসেম্বর ২০১৬

কুয়াকাটা থেকে ঢাকা- ওভারহেড ফাইবার কেবল স্থাপন হচ্ছে

ফিরোজ মান্না ॥ কুয়াকাটা থেকে ঢাকা পর্যন্ত ‘ওভারহেড ফাইবার কেবল’ স্থাপনের জন্য বিটিসিএল কেবল শিল্প সংস্থার সঙ্গে চুক্তি করেছে। সম্প্রতি বিটিসিএল ও কেবল সংস্থার মধ্যে এ চুক্তি স্বাক্ষর হয়। চুক্তিতে বলা হয়েছে, আগামী জানুয়ারির মধ্যে ওভারহেড কেবল স্থাপনের কাজ শেষ করতে প্রয়োজনীয় কেবল সরবরাহ দিতে হবে। কেবল শিল্প সংস্থা বলেছে, তারা প্রয়োজনীয় কেবল সরবরাহ দিতে প্রস্তুত রয়েছে। বিটিসিএল এই প্রকল্পে ৫০ কোটি টাকা ব্যয় ধরেছে। সিমিডব্লিউ-৫ কেবলের মাধ্যমে এক হাজার ৩শ’ জিবিপিএস (গিগাবাইট পার সেকেন্ড) ব্যান্ডউইথ সরবরাহ থেকে প্রথম ধাপে ২শ’ জিবিপিএস ব্যান্ডউইথ ঢাকায় আনার সিদ্ধান্ত নেয়া হয়। বাকি ১১শ’ জিবিপিএস ব্যান্ডউইথ মাটির নিচ দিয়ে কেবল স্থান করে ঢাকায় আনার কাজ পর্যায়ক্রমে চলছে। তবে মাটির নিচ দিয়ে কেবল স্থাপনের কাজ শেষ করতে আগামী বছর লেগে যাবে। এ জন্য ওভার হেড কেবলের মাধ্যমে আপাতত ২শ’ জিবিপিএস ব্যান্ডউইথ আনা হচ্ছে বলে বিটিসিএল জানিয়েছে। বিটিসিএলের পরিচালক (জনসংযোগ ও প্রকাশনা) মীর মোহাম্মদ মোর্শেদ বলেন, প্রথম অপটিক্যাল ফাইবার কোন কারণে কাটা পড়লে দ্বিতীয় সাবমেরিন কেবল থেকে ব্যান্ডউইথ সরবরাহ দেয়া যায়। সেজন্য ওভারহেড কেবল স্থাপন করে ২ জিবিপিএস ব্যান্ডউইথ ঢাকায় আনার জন্য কয়েক দিনের মধ্যে কাজ শুরু করা হবে। এই কাজে ৫০ কোটি টাকা ব্যয় ধরা হয়েছে। তাছাড়
×