ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

মহান বিজয় দিবসে ‘অগ্রদূত সংসদে’র স্বেচ্ছায় রক্তদান

প্রকাশিত: ০১:২৮, ২৫ ডিসেম্বর ২০১৬

মহান বিজয় দিবসে ‘অগ্রদূত সংসদে’র স্বেচ্ছায় রক্তদান

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর মিরপুর দক্ষিণ পাইকপাড়ার একমাত্র সামাজিক সংগঠন অগ্রদূত সংসদ মহান বিজয় দিবস উপলক্ষ্যে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্নয় ও স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি আয়োজন করেন। রবিবার সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এই রক্তদান কর্মসূচীতে এলাকার নারী-পূরুষ স্বেচ্ছায় রক্তদান করেন। এতে প্রায় ১০০০ মানুষের রক্তের গ্রুপ নির্নয় করা হয়। ৫০ জন স্বেচ্ছায় রক্তদান করেন। এতে সহযোগিতা করেন সন্ধানী ঢাকা মেডিকেল কলেজের ইউনিট। স্বেচ্ছায় রক্তদান কমসূচীর অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অগ্রদূত সংসদের সভাপতি মোঃ ইকবাল হোসেন। অনুষ্ঠানে প্রধান অতিথী হিসেবে উপস্থিত ছিলেন অগ্রদূত সংসদ এর স্থায়ী পরিষদের প্রধান সদস্য মিরপুর থানা আওয়ামী লীগ এর সাবেক সভাপতি এবং ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ নেতা এ.কে.এম দেলোয়ার হোসেন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অগ্রদূত সংসদ এর স্থায়ী পরিষদের সদস্য মোঃ মোস্তফা আরিফ বাবু, মোঃ নূর নবী, মোঃ দেলোয়ার হোসেন বাবু, মোঃ মনিরুল ইসলাম নিক্কন, এ.কে.এম ফজলুল করিম লিটন, মোঃ আবদুল্লাহ আল মাহবুব, মোঃ রুহুল আমিন এবং ঢাকা উত্তর সিটি করপোরেশন ১১ নম্বর ওয়ার্ড এর নির্বাচিত কাউন্সিলর মোঃ দেওয়ান আব্দুল মান্নান ও অগ্রদূত সংসদের অভিভাবক প্রতিনিধি সদস্য, উপদেষ্টা পরিষদ সদস্যবৃন্দ। অনুষ্ঠানের সঞ্চালনা করেন অগ্রদূত সংসদের সাধারণ সম্পাদক জনাব মুন্সি রেমিনুজ্জামান। পরিচালনার দয়িত্বে¡ ছিলেন অগ্রদূত সংসদ এর সকল সদস্য বৃন্দ। কর্মসূচিতে সহযোগিতা করেন সন্ধানী, ঢাকা মেডিকেল কলেজ ইউনিটের সভাপতি পাভেল রহমান ও কেন্দ্রীয় পরিষদের সাংগঠনিক সস্পাদক হাবিবুল্লাহ-আল মানিক। সংগঠনের পক্ষ থেকে সবাইকে মহান বিজয় দিবস এর শুভেচ্ছা জানানো হয়েছে।
×