ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

নওগাঁয় বন বিভাগের কাটা গাছ আটক করেছে এলাকাবাসী

প্রকাশিত: ২৩:৪২, ২৫ ডিসেম্বর ২০১৬

নওগাঁয় বন বিভাগের কাটা গাছ আটক  করেছে এলাকাবাসী

নিজস্ব সংবাদদাতা, নওগাঁ ॥ নওগাঁয় বন বিভাগের গাছ কাটার সময় কাটা গাছ আটক করেছে এলাকাবাসী। গতকাল শনিবার বিকেলে এলাকার প্রভাবশালী মোঃ ফজলুর রহমান মোল্লার নির্দেশে প্রকাশ্য দিবালোকে দুইটি গাছ কাটার সময় হাতে নাতে আটক করে এলাকাবাসী। ঘটনাটি এলাকায় তোলপাড় সৃষ্টি করেছে। জানা গেছে, নওগাঁ সদর উপজেলার চন্ডিপুর ইউনিয়নের গাংজোয়ার থেকে চুনিয়াগাড়ী সামাজিক বনায়নের আওতায় ২০০৫-২০০৬ অর্থ বছরে ৩ কিঃমিঃ রাস্তার দুই পাশে তিন হাজার বনজ ও ফলজ গাছ রোপন করা হয়। রোপনকৃত গাছের মধ্যে বেশ কিছু গাছ রাতের আঁধারে চুরি করে কেটে নিয়ে যায় দুর্বৃত্তরা। এবাপারে উপজেলা বন কর্মকর্তা মোঃ বজলুর রশিদ জানান, অভিযোগ পেয়ে ঘটনান্থল পরিদর্শন করেছি। কাটা গাছগুলি জব্দ করা হয়েছে। আইন মোতাবেক অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
×