ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

বঙ্গবন্ধুর জন্মদিনে সারাদেশে উন্নয়ন মেলা

প্রকাশিত: ২২:১৭, ২৫ ডিসেম্বর ২০১৬

বঙ্গবন্ধুর জন্মদিনে সারাদেশে উন্নয়ন মেলা

অর্থনৈতিক রিপোর্টার॥ সরকারের উন্নয়ন কার্যক্রমের সঙ্গে প্রান্তিক পর্যায়ের জনগণকে সম্পৃক্ত করতে সরকার সারাদেশে উন্নয়ন মেলার আয়োজন করছে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবসকে সামনে রেখে আগামী ৯ থেকে ১১ জানুয়ারি তিন দিনব্যাপী রাজধানীসহ জেলা ও উপজেলা পর্যায়ে ওই মেলা অনুষ্ঠিত হবে। মেলায় সরকারি বিভিন্ন প্রতিষ্ঠান ভিন্ন ভিন্ন খাতের উন্নয়নের চিত্র তুলে ধরবে। করসেবায় ও প্রান্তিক জনগণের মধ্যে কর বিষয়ে সচেতনতা বৃদ্ধি করতে উন্নয়ন মেলায় প্রথমবারের মতো সারাদেশের জেলা ও উপজেলা পর্যায়ে উপস্থিত থাকছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। আর ওই মেলায় ইলেকট্রনিক কর শনাক্ত নম্বর (ইটিআইএন) নেওয়াসহ অন্যান্য করসেবা পাওয়া যাবে। থাকবে কর শিক্ষণ ফোরাম। যেখানে স্কুল ও কলেজের ছাত্র-ছাত্রীদের কর বিষয়ে শিক্ষা দেওয়া হবে। জাতীয় উন্নয়ন মেলা বাস্তবায়ন করবে বাংলাদেশ ব্যাংক, বাংলাদেশ সিকিউরিটিজ এক্সচেঞ্জ কমিশন, বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ, মাইক্রো ফাইন্যান্স অথরিটিসহ অন্যান্য সরকারি সংস্থার প্রধানরা। যেখানে ৫৬টি মন্ত্রণালয়-বিভাগ পৃথকভাবে তাদের উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরবে। মেলায় সরকারের আন্তর্জাতিক স্বীকৃতি ও সাফল্য, রূপকল্প ২০২১ ও ২০৪১-এ উন্নত বাংলাদেশের প্রস্তাবনা সম্পর্কে জনগণকে উদ্বুদ্ধ করা, সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে সরকারের সাফল্য একং টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন সম্পর্কে ধারণা দেওয়াসহ স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতা এবং সরকারি কর্মকর্তাদের অংশগ্রহণে মতবিনিময়ের ব্যবস্থা থাকবে। এর আগে ২০১৫ সালে প্রথমবারের মতো সরকারের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নবিষয়ক সারাদেশে তিন দিনব্যাপী উন্নয়ন মেলা অনুষ্ঠিত হয়।
×