ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বড়দিনে অবরুদ্ধ বেথলহামে মানুষের ভিড়

প্রকাশিত: ১৯:২৮, ২৫ ডিসেম্বর ২০১৬

বড়দিনে অবরুদ্ধ বেথলহামে মানুষের ভিড়

অনলাইন ডেস্ক ॥ কেবল ধর্মপ্রাণ খ্রিস্টানরা নন, ইসরায়েলি দখলদারিত্ব সত্ত্বেও বড়দিন উদযাপনের জন্য যিশুর জন্মস্থানে সমবেত হয়েছে দর্শণার্থী ও পর্যটকরাও। ইসরায়েল অধিকৃত ফিলিস্তিনের পশ্চিম তীরের ছোট্ট শহর ‘অবরুদ্ধ’ বেথলহামে বড়দিনের উৎসবে মেতেছেন স্থানীয় খ্রিস্টান সম্প্রদায়সহ পুরো বিশ্ব থেকে হাজার হাজার দর্শণার্থী ও পর্যটকরা । মিসর ও জর্দানে জঙ্গি হামলার জন্য বেথলহামের নিরাপত্তা জোরদার করা হয়েছিল। তবে তা সত্ত্বেও বড়দিনের ধারা বজায় রেখে হয়েছে ব্যাগপাইপ হাতে বাদ্যযন্ত্রের মিছিল। পর্যটক ও স্থানীয় খ্রিস্টানরা লাল-সোনালি বাতি, ক্রিসমাস ট্রি দিয়ে সাজিয়েছিলেন বেথলহামকে। ছিল স্মারক দোকান এবং রেস্তোঁরা। উল্লেখ্য, গত বছর ইসরায়েলি দখলদারিত্বের বিরুদ্ধে ফিলিস্তিনিদের প্রতিবাদ ও সংঘর্ষে বহু হতাহতের ঘটনায় বড়দিনের সময়ও কার্যত অবরুদ্ধ ছিল বেথলহাম। গত কয়েক মাসে সংঘর্ষের মাত্রা ও তীব্রতা কমে আসলেও তা শেষ হয়ে যায়নি।
×