ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

৭২০ কোটি ডলার জরিমানা দিচ্ছে ডয়েচে ব্যাংক

প্রকাশিত: ০৬:১৮, ২৫ ডিসেম্বর ২০১৬

৭২০ কোটি ডলার জরিমানা দিচ্ছে ডয়েচে ব্যাংক

ঋণ প্রদানে অনিয়মের দায়ে যুক্তরাষ্ট্রের আর্থিক নিয়ন্ত্রক সংস্থাকে ৭২০ কোটি ডলার জরিমানা দিতে সম্মত হয়েছে ডয়েচে ব্যাংক। বিবিসির খবরে বলা হয়েছে, জার্মানভিত্তিক বহুজাতিক ব্যাংকটি ঋণ প্রদানের অযোগ্য ব্যক্তিদের ঋণ দিয়েছে। ডয়েচে ব্যাংক ছাড়াও সিটি ব্যাংক, জেপি মরগ্যান, গোল্ডম্যান স্যাকসের মতো বড় বড় আর্থিক প্রতিষ্ঠানগুলো ঋণ প্রদানে অনিয়মের আশ্রয় নিয়েছে। যার কারণে ২০০৮ সালে যুক্তরাষ্ট্রসহ বিশ্বব্যাপী আর্থিক সংকট দেখা দেয়। যা যুক্তরাষ্ট্রের আর্থিক খাতের নিয়ন্ত্রক সংস্থার তদন্তে ধরা পড়ে। তদন্তে দোষী সাব্যস্ত হওয়ায় জার্মান ভিত্তিক ব্যাংকটিকে গত সেপ্টেম্বরে ১৪০০ কোটি ডলার জরিমানা করা হয়। যার ৭ দশমিক ২ বিলিয়ন ডলার বা ৭২০ কোটি ডলার দিতে সম্মত হয়েছে ডয়েচে ব্যাংক কর্তৃপক্ষ। জরিমানা দেয়া অর্থের মধ্যে সরকারী খাতে ৩১০ কোটি ডলার আর বাকি অর্থ ক্ষতিগ্রস্ত গ্রাহকদের দেয়া হবে। জার্মান ভিত্তিক বহুজাতিক ডয়েচে ব্যাংক ৭০টি দেশে কার্যক্রম পরিচালনা করে। -অর্থনৈতিক রিপোর্টার
×