ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

আরবিআই গবর্নরকে বাংলাদেশ ব্যাংকের চিঠি

জব্দ রুপী বিনিময়ের উদ্যোগ

প্রকাশিত: ০৬:১৭, ২৫ ডিসেম্বর ২০১৬

জব্দ রুপী বিনিময়ের উদ্যোগ

অর্থনৈতিক রিপোর্টার ॥ ভারতে ৫০০ ও ১০০০ রুপী বাতিল হওয়ায় ক্ষতিগ্রস্ত বাংলাদেশীদের পাশে দাঁড়াতে না পারলেও কাস্টমস কর্তৃপক্ষের আহ্বানে সাড়া দিয়েছে বাংলাদেশ ব্যাংক। গত বুধবার রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়ার (আরবিআই) গবর্নরকে অনুরোধ করে একটি চিঠি দিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গবর্নর ফজলে কবির। চিঠিতে কাস্টম কর্তৃপক্ষ ও আইনশৃঙ্খলা বাহিনীর হাতে জব্দ হওয়া এবং ব্যাংক ব্যবস্থায় থাকা ৫০০ ও ১০০০ রুপীর সব নোট দ্রুত পরিবর্তনের (রূপান্তর) প্রয়োজনীয় ব্যবস্থা নিতে আরবিআই গবর্নর উরজিত প্যাটেলকে অনুরোধ করা হয়েছে। এ প্রসঙ্গে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গবর্নর আবু হেনা মোহাম্মদ রাজি হাসান বলেছেন, কাস্টম ও আইনশৃঙ্খলা বাহিনী কর্তৃক জব্দ ও বাজেয়াফত করা ৫০০ ও ১০০০ রুপীর নোট বিনিময়ের উদ্যোগ নেয়া হচ্ছে। এই উদ্যোগের সার্থকতা নির্ভর করছে ভারত সরকারের ওপর। যদিও এর আগে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক শুভঙ্কর সাহা জানিয়েছিলেন, ভারতীয় ৫০০ ও ১০০০ রুপীর নোট যাদের কাছে আছে তাদের জন্য আপাতত কিছুই করার নেই বাংলাদেশ ব্যাংকের। উল্লেখ্য, জাল ও কালো টাকার বিস্তার রোধে গত ৮ নবেম্বর মধ্যরাত থেকে ৫০০ ও ১০০০ রুপীর নোট বাতিলের ঘোষণা দেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ভারত সরকারের ঘোষণার পর থেকে মুদ্রা বিনিময় প্রতিষ্ঠান ছাড়াও বাংলাদেশের সাধারণ মানুষ বিপাকে পড়েছে। বিপাকে পড়েছে রাষ্ট্রায়ত্ত সোনালী, জনতা, অগ্রণী ও রূপালী ব্যাংক। শুধু তাই নয়, বাংলাদেশের অনেক ব্যবসায়ীও আর্থিকভাবে ক্ষতির মুখে পড়েছেন। জানা গেছে, রাষ্ট্রায়ত্ত সোনালী, জনতা, অগ্রণী ও রূপালী ব্যাংকের কাছে থাকা ১২ লাখ ভারতীয় রুপীর মধ্যে ৫০০ ও ১০০০ মূল্যমানের রুপী রয়েছে ১১ লাখ। এর মধ্যে সোনালী ব্যাংকের কাছে রয়েছে ৪ লাখ রুপী। এছাড়া অগ্রণী ও রূপালী ব্যাংকের কাছে ৩ লাখ রুপী এবং বাকি এক লাখ রুপী রয়েছে জনতা ব্যাংকের কাছে। এর আগে গত ৯ নবেম্বর দেশের সব তফসিলি ব্যাংকের কাছে ভারতীয় রুপী থাকার তথ্য চেয়ে চিঠি দেয় বাংলাদেশ ব্যাংক। ব্যাংকগুলোর কাছে থাকা সব রুপী সোনালী ব্যাংকের কলকাতা শাখার মাধ্যমে এক্সচেঞ্জ করার সিদ্ধান্ত নেয়া হয়। ওই নির্দেশনা অনুযায়ী, জনতা, অগ্রণী ও রূপালী ব্যাংক তাদের কাছে থাকা সব রুপী সোনালী ব্যাংকের কাছে জমা দেয়। কিন্তু এখন পর্যন্ত ভারতের পক্ষ থেকে কোন সাড়া মেলেনি।
×