ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

আইসিএসবি আইন পাস সঠিক ছিল

প্রকাশিত: ০৬:১৬, ২৫ ডিসেম্বর ২০১৬

আইসিএসবি আইন পাস সঠিক ছিল

অর্থনৈতিক রিপোর্টার ॥ ইনস্টিটিউট অব চার্টার্ড সেক্রেটারিজ অব বাংলাদেশের (আইসিএসবি) অগ্রগতির সঙ্গে দেশের অর্থনৈতিক উন্নতি সম্পৃক্ত বলে জানিয়েছেন আওয়ামী লীগের সভাপতিম-লীর সদস্য ও সাবেক বাণিজ্যমন্ত্রী কর্নেল (অব) ফারুক খান। তিনি বলেন, দেশের অর্থনৈতিক উন্নতির স্বার্থেই আইসিএসবিকে আরও সামনের দিকে এগিয়ে যেতে হবে। শনিবার রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে আইসিএসবির ৬ষ্ঠ জাতীয় সম্মেলন ও আইসিএসবি তৃতীয় জাতীয় পুরস্কারের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। এতে সভাপতিত্ব করেন আইসিএসবির সভাপতি মুহাম্মদ সানাউল্লাহ। ফারুক খান বলেন, ২০১০ সালে আইসিএসবির আইনটি পাস করার সময় প্রতিযোগী অন্য সংগঠনগুলো ব্যাপক আকারে বাধা দিয়েছিল। আইসিএসবির দায়িত্বশীলদের সঙ্গে কথা বলে মনে হয়েছে বিষয়টি জরুরী। ফলে আইনটি পাস করার জন্য বিভিন্ন পর্যায়ে কাজ করেছিলাম। আজকে মনে হচ্ছে, ওই সময়ের সিদ্ধান্ত সঠিক ছিল। তিনি বলেন, ১৯৭১ সালে মহান স্বাধীনতা যুদ্ধে দেশ স্বাধীন হওয়ার ফলে আমরা প্রত্যেকটি ক্ষেত্রে এগিয়েছি। আইসিএসবিসহ অর্থনৈতিক প্রতিষ্ঠানগুলোর অগ্রগতি তারই অন্যতম একটা উদাহরণ। সাবেক এই মন্ত্রী বলেন, আইসিএসবির অংশগ্রহণ যত বাড়বে, দেশ তত এগিয়ে যাবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার দক্ষ নেতৃত্বে ডিজিটাল বাংলাদেশ ও উন্নত মধ্যম আয়ের দেশ গড়ে তুলতে আইসিএসবি সহায়ক ভূমিকা পালন করবে। বিশেষ অতিথির বক্তব্যে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) চেয়ারম্যান বিচারপতি সিদ্দিকুর রহমান মিয়া বলেন, একটি কোম্পানির অনেক কিছুই কোম্পানি সচিবের ওপর নির্ভর করে। একই সঙ্গে দেশের অর্থনৈতিক উন্নতির জন্য দক্ষতার সঙ্গে কাজ করতে হয় তাদের। বিশ্বায়নের ফলে ব্যবসায়িক অনেক প্রতিযোগিতায়ও অংশগ্রহণ করতে হয়। অর্থাৎ আমাদের দেশ এগিয়ে যাওয়ার পেছনে আইসিএসবির সদস্যরা অনেক ভূমিকা রাখছেন।
×