ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

সাপ্তাহিক বাজার পর্যালোচনা

পুঁজিবাজারে লেনদেন বেড়েছে ২৮ ভাগ

প্রকাশিত: ০৬:১৪, ২৫ ডিসেম্বর ২০১৬

পুঁজিবাজারে লেনদেন বেড়েছে ২৮ ভাগ

অর্থনৈতিক রিপোর্টার ॥ গত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান মূল্য সূচকের সাথে বেড়েছে লেনদেন। আলোচ্য সপ্তাহে লেনদেন বৃদ্ধির পরিমাণ ছিল ২৭ দশমিক ৯২ বা প্রায় ২৮ শতাংশ। ঢাকা স্টক একচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। জানা গেছে, গত সপ্তাহে ৪ হাজার ৬৭২ কোটি ৫৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা এর আগের সপ্তাহে ছিল ৩ হাজার ৬৫২ কোটি ৫৬ লাখ টাকার শেয়ার। সেই হিসাবে আলোচ্য সপ্তাহে লেনদেন বেড়েছে ১ হাজার ১৯ কোটি ৯৭ লাখ টাকা বা ২৭.৯২ শতাংশ। সমাপ্ত সপ্তাহে ‘এ’ ক্যাটাগরির কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে ৯৩ দশমিক ৯৬ শতাংশ। ‘বি’ ক্যাটাগরির কোম্পানির লেনদেন হয়েছে ১ দশমিক ৮২ শতাংশ। ‘এন’ ক্যাটাগরির কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে ২ দশমিক ৯৮ শতাংশ। ‘জেড’ ক্যাটাগরির লেনদেন হয়েছে ১ দশমিক ২৪ শতাংশ। ডিএসই ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক বেড়েছে দশমিক ৬৩ শতাংশ বা ৩১ দশমিক ০১ পয়েন্ট। সপ্তাহের ব্যবধানে ডিএসই৩০ সূচক কমেছে দশমিক ৫২ শতাংশ বা ৯ দশমিক ৩৬ পয়েন্ট। অপরদিকে, শরীয়াহ বা ডিএসইএস সূচক বেড়েছে দশমিক ৩১ শতাংশ বা ৩ দশমিক ৬৮ পয়েন্টে। সপ্তাহজুড়ে ডিএসইতে তালিকাভুক্ত মোট ৩৩১টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৮৮টি কোম্পানির। আর দর কমেছে ১১৩টির এবং অপরিবর্তিত রয়েছে ২৭টির। আর লেনদেন হয়নি ৩টি কোম্পানির শেয়ার। সাপ্তাহিক লেনদেনের সেরা কোম্পানিগুলো হলো : বাংলাদেশ বিল্ডিং সিস্টেম, এ্যাপোলো ইস্পাত, লাফার্জ সুরমা সিমেন্ট, স্কয়ার ফার্মা, সামিট পোর্ট এলায়েন্স, ইফাদ অটোস, বেক্সিমকো, কেয়া কসমেটিকস ও অলিম্পিক এক্সেসরিজ। দর বৃদ্ধির সেরা কোম্পানিগুলো হলো : সিএমসি কামাল, ইস্টার্ন লুব্রিক্যান্টস, সেন্ট্রাল ফার্মা, এমারেল্ড অয়েল, পূরবী জেনারেল, ফু-ওয়াং ফুড, আমরা টেকনোলজিস, প্রভাতী ইন্স্যুরেন্স, ১ম প্রাইম মিউচুয়াল ফান্ড। দর হারানোর সেরা কোম্পানিগুলো হলো : মিথুন নিটিং, ন্যাশনাল হাউজিং, ম্যারিকো, আইডিএলসি, যমুনা অয়েল, লাফার্জ সুরমা সিমেন্ট, বিডি অটোকারস, সি এ্যান্ড এ টেক্সটাইল, আনালিমা ইয়ার্ন ও প্রগেসিভ লাইফ। এদিকে চট্টগ্রাম স্টক এক্সেচঞ্জে (সিএসই) লেনদেন হয়েছে ২৫৩ কোটি ৩৯ লাখ টাকার শেয়ার। তবে সার্বিক সূচক বেড়েছে দশমিক ৯৮ শতাংশ। সপ্তাহজুড়ে সিএসইতে তালিকাভুক্ত মোট ২৮৭টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৬৪টি কোম্পানির। আর দর কমেছে ৯৩টির এবং অপরিবর্তিত রয়েছে ৩০টির। সিএসইর লেনদেনের সেরা কোম্পানিগুলো হলো : কেয়া কসমেটিকস, এ্যাপোলো ইস্পাত, অলিম্পিক এক্সেসরিজ, সামিট পোর্ট এলায়েন্স, বেক্সিমকো ফার্মা, আরএসআরএম স্টিল, একমি ল্যাবরেটরিজ, লাফার্জ সুরমা সিমেন্ট, বাংলাদেশ বিল্ডিং সিস্টেম ও বেক্সিমকো লিমিটেড।
×