ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ঘন কুয়াশায় লড়াই

প্রকাশিত: ০৫:৪৮, ২৫ ডিসেম্বর ২০১৬

ঘন কুয়াশায় লড়াই

আকাশে ঘন কুয়াশা। রোদের ছিটেফোঁটা নেই। সামান্য দূরের কিছুই দেখা যাচ্ছে না। এমনই এক পরিস্থিতিতে শিক্ষার্থীদের টেস্ট পরীক্ষা দিতে হয়েছে। তাও আবার ফুটবল খেলার মাঠে। চীনের হেনান প্রদেশে সম্প্রতি এমন ঘটনা ঘটে। কর্তৃপক্ষের স্কুল বন্ধের নির্দেশ উপেক্ষা করে এমন অদ্ভুত কা- ঘটানোর জন্য দায়ী শিক্ষককে অবশ্য সাময়িক বরখাস্ত করা হয়েছে। গত ২০ ডিসেম্বর লিংকি শহরে ঘন কুয়াশার মধ্যে ফুটবল মাঠে নাম্বার ওয়ান মিডল স্কুলের ৪৮০ শিক্ষার্থীকে তাদের পরীক্ষা দিতে বাধ্য করা হয়। তাদের অভিভাবকরা তাদের সন্তানদের ফটো তুলে স্থানীয় সংবাদমাধ্যমে পাঠিয়ে দেয়। এতে দেখা যায়, শিক্ষার্থীরা খাতায় লিখতে গিয়ে হিমশিম খাচ্ছে। তবে স্কুলের অধ্যক্ষের মতে, কুয়াশা থাকলেও ততটা তীব্র নয়। দুর্ভাগ্য অধ্যক্ষ ফেং জিশেংয়ের, অভিভাবকদের তোলা ফটো চীনে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে এবং এ নিয়ে শোরগোল শুরু হয়। বিষয়টি শিক্ষা কমিশনের নজরে এলে ফেংকে তাৎক্ষণিকভাবে সাময়িক বরখাস্ত করা হয়। অধিকন্তু ওই দিন এয়ার কোয়ালিটি ইনডেক্স ৫০০-এর উপরে ওঠে। এটিকে ‘রেড’ লেবেল বলা হয়। এমন পরিস্থিতিতে কর্তৃপক্ষ একান্তই প্রয়োজন না হলে লোকজনকে ঘর থেকে বাইরে না বের হওয়ার সুপারিশ করে। কিন্তু একগুঁয়ে শিক্ষক তখন মনে করেছিলেন, এমন পরিস্থিতিকে আমল না দিয়ে শিশুদের পরীক্ষা নেয়াটা জরুরী। আর সিদ্ধান্ত মোতাবেক কাজ। শিক্ষার্থীদের টানা চার ঘণ্টা কঠিন পরিস্থিতির বিপক্ষে লড়াই করে পরীক্ষা দিতে হয়। -অডিটি সেন্ট্রাল
×