ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

স্মার্টফোন টয়লেট পেপার

প্রকাশিত: ০৫:৪৭, ২৫ ডিসেম্বর ২০১৬

স্মার্টফোন টয়লেট পেপার

জাপানের নারিতা আন্তর্জাতিক বিমানবন্দরের টয়লেটে ব্যবহারকারীদের জন্য রাখা হয়েছে অভিনব টয়লেট পেপার। এটি স্মার্টফোনের জীবাণু ধ্বংস করবে। জাপানের বৃহৎ মোবাইল ফোন কোম্পানি এনটিটি ডোকোমো এ পেপার সরবরাহ করেছে। এসব টিস্যু পেপারে যাত্রীদের জন্য কোম্পানিটির ট্রাভেল এ্যাপ ও ওয়াই-ফাই সংক্রান্ত বিস্তারিত তথ্যও উল্লেখ করা হয়েছে। কোম্পানির এমন উদ্যোগ সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সাড়া ফেলেছে এবং হাস্যরস সৃষ্টি করেছে। টয়লেট পেপারে শুরুর দিকে বলা হচ্ছে, ‘সোয়াইপ’ করার আগে ‘ওয়াইপ’ করতে ভুলবেন না। অর্থাৎ আঙ্গুলের সাহায্যে আপনার স্মার্টফোনে স্পর্শ করার আগে এর স্ক্রিন এ টিস্যু পেপার দিয়ে পরিষ্কার করতে ভুলবেন না। পাবলিক টয়লেটের ক্ষেত্রে যুগান্তকারী পদক্ষেপের কারণে সারাবিশ্বেই জাপানের সুনাম রয়েছে। দেশটির পাবলিক টয়লেট খুবই পরিষ্কার-পরিচ্ছন্ন, আধুনিক এবং এগুলোতে রয়েছে অত্যাধুনিক প্রযুক্তিও। এনটিটি ডোকোমো বলছে, টয়লেটের আসনে যত জীবাণু তারচেয়ে পাঁচগুণ বেশি জীবাণু থাকে স্মার্টফোনের স্ক্রিনে। তাদের মতে, যাত্রীরা যাতে জীবাণুমুক্ত হয়ে তাদের ভ্রমণ উপভোগ করতে পারে সেজন্যই নয়া এ ব্যবস্থা। স্মার্টফোন টয়লেট পেপার কিভাবে ব্যবহার করতে হবে তার নির্দেশনা দিয়ে দুই মিনিটের একটি ভিডিও ছাড়া হয়েছে অনলাইনে। -বিবিসি
×