ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

শাহজালালে ৬ কেজি সোনা উদ্ধার

প্রকাশিত: ০৫:৪৭, ২৫ ডিসেম্বর ২০১৬

শাহজালালে ৬ কেজি  সোনা উদ্ধার

স্টাফ রিপোর্টার ॥ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে একটি বেসরকারী এয়ারলাইন্সের ফ্লাইট থেকে ৬ কেজি ৬৫ গ্রাম ওজনের ৫৭টি স্বর্ণের বার উদ্ধার করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতর। শনিবার ওমানের মাসকাট থেকে আগত ফ্লাইটের সিটের নিচ থেকে পরিত্যক্ত অবস্থায় এসব স্বর্ণ উদ্ধার করা হয়। আটক স্বর্ণের মূল্য প্রায় তিন কোটি ৩৩ লাখ টাকা। এ বিষয়ে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের মহাপরিচালক মইনুল খান জানান, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার আগেই শুল্ক গোয়েন্দারা গোপন সংবাদ পান যে, ওই ফ্লাইটে অবৈধ সোনা পাচার হচ্ছে। মাসকাট থেকে আগত বিমানটি প্রথমে চট্টগ্রাম বিমানবন্দরে যাত্রাবিরতি করে। পরে সকাল ৯টায় ফ্লাইটটি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করলে শুল্ক গোয়েন্দারা অভিযান চালান। পরে একটি সিটের নিচ থেকে এসব স্বর্ণ উদ্ধার করা হয়। ৫৭টি স্বর্ণবারের প্রতিটির ওজন ১১৬ দশমিক ৬৫ গ্রাম। জাতীয় রাজস্ব বোর্ড কর্তৃপক্ষের ঘোষিত ২১ ডিসেম্বর থেকে মাসব্যাপী বিশেষ অভিযানের অংশ হিসেবে এ স্বর্ণ আটক করা হয়। উদ্ধার করা স্বর্ণ চোরাচালানে অভ্যন্তরীণ কোন সহায়তা ছিল কি-না সেটা খতিয়ে দেখা হচ্ছে। চোরাচালানের পুরো ঘটনার রহস্য উদ্ঘাটনে শুল্ক গোয়েন্দারা তদন্ত শুরু করেছেন। আটক স্বর্ণ আপাতত ঢাকা কাস্টমস হাউস গুদামে রাখা হবে। আনুষ্ঠানিকতা শেষে এসব স্বর্ণ বাংলাদেশ ব্যাংকের ভল্টে জমা দেয়া হবে।
×