ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ট্রাম্প আইফোন

প্রকাশিত: ০৫:৪৩, ২৫ ডিসেম্বর ২০১৬

ট্রাম্প আইফোন

গোল্ড প্লেটিং করার জন্য বিখ্যাত বিলাস পণ্য কোম্পানি গোল্ডজিনি। কোম্পানিটি তাদের ধনী গ্রাহকদের আবদার মিটিয়ে থাকে। সম্প্রতি তারা ‘ডোনাল্ড ট্রাম্প’ থিমের ওপর ভিত্তি করে আইফোন সেভেনের দারুণ একটি রূপ দিয়েছে। ২৪ ক্যারেটের খাঁটি স্বর্ণ দিয়ে এর কভার মোড়ানো। এরই মাঝে আবার শোভা পাচ্ছে দামী হিরাও। এর মূল আকর্ষণ হচ্ছে নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতিকৃতি। এই আইফোনের দাম এক লাখ ১০ হাজার ডলার। গত মাসে চীনের এক নারীর বিশেষ অনুরোধে শারজায় গোল্ডজিনির রিটেইল স্টোর এই ব্যতিক্রমী চিন্তা নিয়ে বাজারে আসে। গোল্ডজিনির ব্যবস্থাপনা পরিচালক ফ্রাঙ্ক ফার্নান্দো চীনা ক্রেতার নাম জানাতে অস্বীকৃতি জানান। তবে তিনি বলেন, ওই নারীর পরিবার ট্রাম্প প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণের পর তার হাতে এটি উপহার হিসেবে তুলে দিতে চান। গোল্ডজিনি ট্রাম্প আইফোনের ধারণা এতটাই পছন্দ করেছে যে, তারা তাদের অন্য গ্রাহকদের জন্যও এই পণ্য সহজলভ্য করছে। ধনিক শ্রেণির মাঝে ট্রাম্প ব্যাপক জনপ্রিয় হয়ে ওঠেছেন। বর্তমানে পৃথিবীর নানা প্রান্তের মানুষ তাদের নিজস্ব পণ্যে ট্রাম্পের মুখের আকৃতি খোদাই করতে প্রতিদিনই গোল্ডজিনির সেলস টিমের কাছে অনুরোধ করছে। ট্রাম্প আইফোন সেভেন নির্মাণে কোম্পানিটির কর্মীরা রাত দিন পরিশ্রম করে চলেছে। এই পণ্যটি শুধু সৌন্দর্যে অনন্য হবে তা নয়। এটি ব্যক্তিগত নিরাপত্তাসহ অন্যান্য সেবার ক্ষেত্রেও চমৎকার হবে। ১৯৮৯ সালে লন্ডনে গোল্ডজিনির যাত্রা শুরু হয়েছিল। কোম্পানিটি তাদের গ্রাহকদের চাহিদা মোতাবেক যেকোন পণ্য গোল্ড প্লেটিং করে সুনাম অর্জন করেছে। আরব অঞ্চলে গ্রাহক ব্যাপক বেড়ে যাওয়ায় কোম্পানিটি শারজায় তাদের প্রথম রিটেইল শপ চালু করে। এটি এতটাই মুনাফা করছে যে কোম্পানি এখন প্রতিবেশী কাতার ও সৌদি আরবে রিটেইল শপ চালু করার কথা চিন্তা করছে। -অডিটি সেন্ট্রাল
×