ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

আশুলিয়ায় শ্রমিক অসন্তোষ উস্কানি দেয়ার অভিযোগে গ্রেফতার ইটিভির স্থানীয় প্রতিনিধি

প্রকাশিত: ০৫:৪২, ২৫ ডিসেম্বর ২০১৬

আশুলিয়ায় শ্রমিক অসন্তোষ উস্কানি দেয়ার অভিযোগে গ্রেফতার ইটিভির  স্থানীয় প্রতিনিধি

নিজস্ব সংবাদদাতা, সাভার, ২৪ ডিসেম্বর ॥ আশুলিয়ায় চলমান তৈরি পোশাক শিল্পে অরাজক পরিস্থিতি তৈরিতে সহায়তা আর শ্রমিকদের উস্কানি দেয়ার অভিযোগে বেসরকারী টিভি চ্যানেল একুশে টেলিভিশন ও দৈনিক বাংলাদেশ প্রতিদিনের সাভার প্রতিনিধি নাজমুল হুদাকে গ্রেফতার করেছে পুলিশ। সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে শুক্রবার রাতে আশুলিয়ার বাইপাইল এলাকা থেকে তাকে আটক করা হয়। পরে উর্ধতন কর্তৃপক্ষের নির্দেশে তাকে জিজ্ঞাসাবাদের জন্য নেয়া হয় গোয়েন্দা পুলিশের হেফাজতে। একই সঙ্গে জব্দ করা হয় তার মোবাইল ফোন, ল্যাপটপ ও ব্যক্তিগত প্রাইভেটকার। এদিকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা কারখানাগুলো খুলে দেয়ার বিষয়ে বিজিএমইএ, কারখানাগুলোর মালিকপক্ষ ও সরকারের বিভিন্ন প্রশাসনের কর্মকর্তাদের নিয়ে এক জরুরী বৈঠক অনুষ্ঠিত হয়েছে। অপরদিকে ৫৯টি পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করার চতুর্থ দিন শনিবার শিল্পাঞ্চলের পরিস্থিতি ছিল স্বাভাবিক। আশুলিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) নাজমুল হাসান ফিরোজ জানান, শুক্রবার রাতেই আশুলিয়া থানার এসআই শাহাদাত হোসেন বাদী হয়ে নাজমুল হুদার বিরুদ্ধে তথ্যপ্রযুক্তি আইনে একটি মামলা দায়ের করেন। মামলায় তার বিরুদ্ধে মিথ্যা সংবাদ পরিবেশন ও ফেসবুকে ভুয়া আইডি খুলে মিথ্যা তথ্য প্রচারের অভিযোগ আনা হয়। তিনি জানান, হেমায়েতপুরের একাধিক নাশকতা মামলার আসামি বিএনপি নেতা আমান সরকার ও ব্যাংক টাউন এলাকার ঝুট ব্যবসায়ী সেলিম নয়ন ১৩ ডিসেম্বর নাজমুল হুদাকে মালয়েশিয়ায় নিয়ে যায়। ফিরে আসে ১৮ ডিসেম্বর। সেখান থেকে ষড়যন্ত্র করে বহুবার গার্মেন্টস শ্রমিক নেতা রফিকুল ইসলাম সুজন ও শামীমের সঙ্গে টেলিফোনে কথা বলেন নাজমুল। কি বিষয়ে এত কথা বলেছেন, তা খতিয়ে দেখা হচ্ছে। খোঁজ করা হচ্ছে বিএনপি নেতা আমান সরকারকে। ঢাকা জেলার পুলিশ সুপার শাহ্ মিজান শাফিউর রহমান সাংবাদিকদের বলেন, পোশাক শিল্প অসন্তোষের নেপথ্য নায়কদের কোন ছাড় নয়। আগের চেয়ে পরিস্থিতির উন্নতি হয়েছে। সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। তিনি বলেন, সাংবাদিকতার মতো মহান পেশায় থেকে একজন কী করে দেশের রফতানি আয়ের প্রধান খাত পোশাক শিল্পে নাশকতা সৃষ্টির সঙ্গে যুক্ত থাকতে পারেÑ তা দেখে আমরা স্তম্ভিত। নাজমুল হুদা পোশাক শিল্পকে অশান্ত করতে এমন সব তৎপরতা চালিয়েছে, যা অনেকের কাছেই রীতিমতো অবিশ্বাস্য, অকল্পনীয়। আমরা ইটিভি কর্তৃপক্ষকে চিঠি দিয়ে তার জীবন বৃত্তান্ত আর শিক্ষাগত যোগ্যতার সনদ জানতে চাইব। তিনি জানান, ২০১৩ সালে জামগড়া এলাকায় একটি তৈরি পোশাক কারখানার সামনে রাস্তা পারাপারের সময় গাড়িচাপায় আহত হন এক নারী পোশাক শ্রমিক। সেবার নাজমুল হুদা উদ্দেশ্যমূলকভাবে সড়ক দুর্ঘটনায় ২ নারী পোশাক শ্রমিক নিহত হয়েছেন বলে মিথ্যে তথ্য পরিবেশন করলে গোটা শিল্পাঞ্চলে অসন্তোষ ছড়িয়ে পড়ে, পুড়িয়ে দেয়া হয় বেশ কয়েকটি গাড়ি। ছুটি ঘোষণা করা হয় কারখানায়। রানা প্লাজা ধসের পর বিভিন্ন পোশাক কারখানা ঝুঁকিপূর্ণÑ শিল্প মালিকদের তা প্রচারের ভয়-ভীতি দেখিয়ে হাতিয়ে নেয় মোটা অংকের টাকা। পাশাপাশি বিদেশী কিছু এনজিও এবং গণমাধ্যমের ‘গাইড’ হিসেবে দেশের পোশাক শিল্পের স্পর্শকাতর ও নাজুক তথ্য তুলে দেয় তাদের হাতে। একাধিক তৈরি পোশাক কারখানার মালিক এ ধরনের অভিযোগ করে ওই সময় আশুলিয়া থানায় জিডি করেছিলেন নাজমুল হুদার বিরুদ্ধে। কারখানা খুলে দেয়ার ব্যাপারে জরুরী বৈঠক ॥ অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা ৫৯টি তৈরি পোশাক কারখানা কবে নাগাদ খুলে দেয়া যায়, তা নিয়ে জরুরী বৈঠক করেছেন বিজিএমইএ, মালিকপক্ষ ও সরকারের বিভিন্ন প্রশাসনের লোকজন। শনিবার দুপুরে বাইপাইল-আব্দুল্লাহপুর মহাসড়কের আশুলিয়ার ‘ছয়তলা’ এলাকার বিজিএমইএ’র সাবেক সভাপতি সালাম মোর্শেদীর মালিকানাধীন পোশাক কারখানা ‘এনভয়’ গার্মেন্টসে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে কবেনাগাদ বন্ধ কারখানাগুলো খুলে দেয়াসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয় বলে জানান ‘দি রোজ ড্রেসেস লিমিটেড’ কারখানার জেনারেল ম্যানেজার সাধন কুমার দে। কঠোর নিরাপত্তা ব্যবস্থা অব্যাহত ॥ শিল্পাঞ্চলে যেকোন ধরনের অরাজক পরিস্থিতি মোকাবেলায় কঠোর অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। জোরদার করা হয়েছে র‌্যাব-পুলিশ-বিজিবির টহল। আশুলিয়ায় শ্রমিক অসন্তোষে এখন পর্যন্ত সাংবাদিক, উপজেলা ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও বিএনপি নেত্রী মিনি আক্তার, বিভিন্ন শ্রমিক সংগঠনের ৮ নেতা, ঝুট ব্যবসায়ীসহ ২৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এর মধ্যে বিশেষ ক্ষমতা আইনে গ্রেফতার দেখানো হয়েছে ১১ জনকে। পুলিশের পক্ষ থেকে অধিকতর জিজ্ঞাসাবাদে আটকদের ৭ দিনের পুলিশ হেফাজতে নেয়ার জন্য আদালতে আবেদন জানানো হয়েছে। আটকদের কারাগারে পাঠানোর নির্দেশ দিয়ে সোমবার শুনানির দিন ধার্য করেছে আদালত। আশুলিয়ায় পোশাক শ্রমিকদের উস্কানি দেয়ার অভিযোগে বিএনপির সাবেক সংসদ সদস্য ডাঃ দেওয়ান মোঃ সালাউদ্দিন বাবুর বিরুদ্ধেও মামলা দায়ের করা হয়েছে।
×