ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

নির্বাচন করে আগের ভুল স্বীকার করল বিএনপি ॥ তোফায়েল

প্রকাশিত: ০৫:৪১, ২৫ ডিসেম্বর ২০১৬

নির্বাচন করে আগের ভুল স্বীকার করল বিএনপি ॥ তোফায়েল

নিজস্ব সংবাদদাতা, ভোলা, ২৪ ডিসেম্বর ॥ বাণিজ্যমন্ত্রী তোফয়েল আহমেদ বলেছেন, নারায়ণগঞ্জে নির্বাচনের আগে বিএনপি কত কথা বলেছিল। নির্বাচনের দিন বিএনপির প্রার্থী সকালে বলে ভালই চলছে। দুপুরেও বলে ভাল। সন্ধ্যায়ও বলে ভাল। যেই নির্বাচনে হেরে গেল তখন বলে কিন্তু আছে। বিএনপি ২০১৪ সালের নির্বাচন না করে এখন ভরাডুবির মধ্যে আছে। তিনি বলেন, ২০১৪ সালে বিএনপি নির্বাচন না করে যে ভুল করেছিল, নারায়ণগঞ্জের নির্বাচন করে সে ভুল স্বীকার করেছে। আগামী নির্বাচনে তারা অংশগ্রহন করবে বলে মন্ত্রী আশা করেন। নারায়ণগঞ্জের মানুষ উন্নয়নকে ধরে রাখার জন্য আবার আইভীকে নৌকায় ভোট দিয়েছে। শনিবার সন্ধ্যার আগে ভোলা সদরের পরানগঞ্জ বাজার জামে মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। উদ্বোধনী সুধী সমাবেশে ভোলার পরানগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি হারুন অর রশিদের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখার পাশাপাশি উপস্থিত ছিলেনÑ জেলা পরিষদের বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল মমিন টুলু, সদর উপজেলা চেয়ারম্যান মোশারেফ হোসেন, ভাইস চেয়ারম্যান মোঃ ইউনুস, কাচিয়া ইউনিয়নের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক জহিরুল আলম নকিব, সাংগঠনিক সম্পাদক মইনুল হোসেন বিপ্লব প্রমুখ। বাণিজ্যমন্ত্রী বলেন, বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশে এতবেশি উন্নয়ন হচ্ছে যে, পৃথিবীর মানুষ আজ তার দিকে তাকিয়ে আছে। একটা দেশ কিভাবে এত পারে। আমরা নিজস্ব টাকায় পদ্মা সেতু করছি। বিশ্বব্যাংক যখন ব্রিজের কাজ বন্ধ করে দিল, তারা টাকা অথায়ন করবে না, তখন জাতীয় সংসদে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছিলেন, আমরা নিজেদের টাকায় ব্রিজ করব এবং আমরা তা করে চলেছি। পদ্মা ব্রিজ থেকে পায়রা বন্দর পর্যন্ত রেললাইন হবে। পদ্মা ব্রিজের ওপর দিয়ে আরেকটি রেললাইন হবে কুষ্টিয়া পর্যন্ত। কর্ণফুলী টানেল, মেট্রোরেলসহ অভূতপূর্ব উন্নয়ন হচ্ছে বাংলাদেশে, যার কারণে নারায়ণগঞ্জের নির্বাচনে বিএনপিকে আমাদের প্রার্থী আইভী ৮০ হাজার ভোটের ব্যবধানে পরাজিত করে।
×