ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

মাশরাফিদের নিউজিল্যান্ড পরীক্ষা কাল শুরু

প্রকাশিত: ০৫:৪১, ২৫ ডিসেম্বর ২০১৬

মাশরাফিদের নিউজিল্যান্ড পরীক্ষা  কাল শুরু

স্পোর্টস রিপোর্টার ॥ মাশরাফি বিন মর্তুজা, মুশফিকুর রহীম, সাকিব আল হাসান, তামিম ইকবাল, মাহমুদুল্লাহ রিয়াদ, মুস্তাফিজুর রহমানদের নিউজিল্যান্ড পরীক্ষা শুরু হচ্ছে সোমবার। এদিন ভোর চারটায় ক্রাইস্টচার্চের হাগলি ওভালে প্রথম ওয়ানডে শুরু হবে। বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে। ম্যাচটি দিয়েই তিন ম্যাচের ওয়ানডে, তিন ম্যাচের টি২০ ও দুই ম্যাচের টেস্ট সিরিজ শুরু হয়ে যাবে। এ ম্যাচটিতে খেলতে নামতেই দীর্ঘ দুই বছর পর আবার বিদেশের মাটিতেও খেলতে নামবে মাশরাফিরা। ২০১৪ সালে সর্বশেষ ওয়েস্ট ইন্ডিজের মাটিতে খেলেছিল বাংলাদেশ দল। দুই বছর পর নিউজিল্যান্ডের মাটিতে খেলতে নামবে। কঠিন পরীক্ষার মধ্যেই পড়তে যাচ্ছে বাংলাদেশ। তা বলাই যায়। দেশের মাটিতে দুর্দান্ত সাফল্য পাওয়া দলটি এখন বিদেশের মাটিতেও সেই ধারাবাহিকতা দেখাতে পারে কিনা, সেদিকেই সবার নজর থাকছে। ক্রাইস্টচার্চে প্রথম ওয়ানডে হবে। এরপর ২৯ ও ৩১ ডিসেম্বর নেলসনে যথাক্রমে দ্বিতীয় ও তৃতীয় ওয়ানডে অনুষ্ঠিত হবে। ওয়ানডে সিরিজ শেষে তিন ম্যাচের টি২০ সিরিজের মিশনে নামবে বাংলাদেশ। ৩ জানুয়ারি নেপিয়ারে প্রথম টি২০ অনুষ্ঠিত হবে। এরপর ৬ ও ৮ জানুয়ারি মাউন্ট মঙ্গানুইয়ে যথাক্রমে দ্বিতীয় ও তৃতীয় টি২০ ম্যাচটি হবে। সবশেষে নিউজিল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ অনুষ্ঠিত হবে। নিউজিল্যান্ডের বিপক্ষে ১২ জানুয়ারি ওয়েলিংটনে প্রথম ও ২০ জানুয়ারি ক্রাইস্টচার্চে দ্বিতীয় টেস্ট খেলবে বাংলাদেশ। বিদেশের মাটিতে যেখানে দুই বছর পর আন্তর্জাতিক ম্যাচ খেলতে নামবে বাংলাদেশ। সেখানে নিউজিল্যান্ডের মাটিতে নিউজিল্যান্ডের বিপক্ষে সেই সময়টা আরও দীর্ঘ। ২০১০ সালে সর্বশেষ নিউজিল্যান্ডের মাটিতে নিউজিল্যান্ডে খেলেছে বাংলাদেশ দল। নিউজিল্যান্ডের মাটিতে নিউজিল্যান্ডের বিপক্ষে এখন পর্যন্ত ৫টি টেস্ট, ৬টি ওয়ানডে ও ১টি টি২০ খেলে বাংলাদেশ। সব ম্যাচে হারে। তবে এখন বাংলাদেশ দলটি অনেক উন্নত। গত বছর অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডে হওয়া ওয়ানডে বিশ্বকাপে দারুণ খেলেছে বাংলাদেশ। কোয়ার্টার ফাইনালে উঠেছে। নিউজিল্যান্ডেও দুটি ম্যাচ জিতেছে। বাংলাদেশ দলের এমন পারফরম্যান্সই বলে দেয় এবার আগের যে কোন সময়ের চেয়ে ভাল কিছু করতে পারে বাংলাদেশ। নিউজিল্যান্ড কোচ মাইক হাসানও তাই আতঙ্কে আছেন। বলেছেন, ‘এ বছর আইপিএলে ঝড় তুলেছে মুস্তাফিজ। দেখে মনে হয়েছে নতুন বড় তারকা পেতে যাচ্ছে ক্রিকেট বিশ্ব। তবে কেবলই ইনজুরি থেকে ফিরেছে, তাই জানি না আসন্ন সিরিজে ও কেমন করবে। বিশ্বসেরা অলরাউন্ডারদের একজন সাকিব। ওর বাঁহাতি স্পিন এবং মিডল অর্ডারে ব্যাটিং দুটিই ধ্বংসাত্মক। আসলে বাংলাদেশ দলে এখন আরো অনেকে আছে যাদের নাম আমি বলতে পারি।’ সঙ্গে যোগ করেন, ‘দেশে বাংলাদেশ খুবই সমীহ জাগানো দল। বিদেশেই-বা খারাপ বলি কী করে, গত বিশ্বকাপে তো দুর্দান্ত খেলে গেল। আসলে ওদের যদি আপনি সামান্য ছাড় দেন, তাহলে ওরা আপনাকে উড়িয়ে দেবে। গত তিন-চার বছরে এমন অভিজ্ঞতা বিশ্বের অনেক দলেরই হয়েছে।’ বাংলাদেশ টেস্ট দলের অধিনায়ক এবং দলের নির্ভরযোগ্য ব্যাটসম্যান মুশফিকুর রহীমের আবার বিশ্বাস স্বাগতিক হলেও নিউজিল্যান্ডকে হারানো সম্ভব। নিউজিল্যান্ডের বিপক্ষে এখন পর্যন্ত ১১টি টেস্ট খেলেছে বাংলাদেশ। আটটিই জিতে নেয় কিউইরা। বাকি তিন ম্যাচ ড্র হয়। ওয়ানডেতে ২৫ বারের মুখোমুখি লড়াইয়ে আট ম্যাচে জয় ও ১৭টিতে হার হয় বাংলাদেশের। টি২০তে চার ম্যাচের চারটিতে হারে বাংলাদেশ। তবে সর্বশেষ আট ম্যাচের মুখোমুখিতে ৭টিতে জিতে বাংলাদেশ। দেশের মাটিতে আবার দুইবার নিউজিল্যান্ডকে হোয়াইটওয়াশও করে। আর তাই সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে মুশফিক লিখেছেন, ‘বাংলাদেশ ৭-নিউজিল্যান্ড ১! হেড টু হেড: গত আট ম্যাচের সাতটিতেই নিউজিল্যান্ডকে হারিয়েছে বাংলাদেশ। যদিও সব জয়ই নিজেদের মাটিতে। এবার সেই ধারাবাহিকতা অ্যাওয়ে ম্যাচেও ধরে রাখতে চায় টাইগাররা। ইনশাআল্লাহ।’ নিউজিল্যান্ড পরীক্ষায় এখন পাস মার্ক মিললেই হয়।
×