ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

বিএনপির প্রার্থী সিলেকশন ভুল ছিল ॥ নাসিম

প্রকাশিত: ০৫:৪১, ২৫ ডিসেম্বর ২০১৬

বিএনপির প্রার্থী সিলেকশন ভুল ছিল ॥ নাসিম

বিশেষ প্রতিনিধি ॥ আওয়ামী লীগের সভাপতিম-লীর সদস্য ও কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, নারায়নগঞ্জ সিটি কর্পোরেশন (নাসিক) নির্বাচনে বিএনপির দলীয় প্রার্থী সিলেকশন ভুল ছিল। বিএনপি দুর্বল প্রার্থী দিয়েছিল। আর খেলার মাঠে খেলোয়াড় দুর্বল হলে গোল দেবে কিভাবে? তাছাড়া বিজয়ের মাসে জামায়াতকে সঙ্গে নিয়ে নির্বাচন করলে কিভাবে জিতবেন? নাসিক নির্বাচন থেকে শিক্ষা নিয়ে জামায়াতকে পরিহার করে আগামী জাতীয় নির্বাচনের জন্য প্রস্তুতি গ্রহণ করার জন্য তিনি বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার প্রতি আহ্বান জানান। শনিবার বিকেলে রাজধানীর সেগুনবাগিচার ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে মহান বিজয় দিবস উপলক্ষে মুক্তিযোদ্ধা ফাউন্ডেশন আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। আগামী জাতীয় সংসদ নির্বাচন প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনেই অনুষ্ঠিত হবে জানিয়ে বিএনপির উদ্দেশে মোহাম্মদ নাসিম বলেন, নাসিক নির্বাচন সুষ্ঠু হয়েছে। কেউ বলেনি এ নির্বাচনে কারচুপি হয়েছে। শেখ হাসিনার অধীনে নির্বাচন সুষ্ঠু হয় তা প্রমাণিত হয়েছে। বর্তমান সরকার ক্ষমতায় থাকাকালীন সকল নির্বাচন সুষ্ঠু হয়েছে। তিনি বলেন, দীর্ঘদিন পর নৌকা ও ধানের শীষে সরাসরি লড়াই হয়েছে। তাতে বিজয়ের মাসে আরেকটি বিজয় পেয়েছে আওয়ামী লীগ। বিজয় হয়েছে শেখ হাসিনার। কিন্তু বিএনপি অনেক ভোট পেয়েছে। তাই আমাদের আরও সতর্ক হতে হবে। বিএনপির উদ্দেশে মোহাম্মদ নাসিম আরও বলেন, নাসিক নির্বাচন সফল করতে নির্বাচন কমিশনের পাশাপাশি র‌্যাব, পুলিশ, বিজিবিসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ভূমিকা রেখেছে। তাদের কারণেই নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। কেন আপনারা বারবার সেনাবাহিনীর কথা বলেন? কেন সেবাবাহিনীকে ডেকে আনতে চান? বিতর্কিত করতে চান? এসব চক্রান্তের পথ ছেড়ে গণতন্ত্রের চর্চা করুন, নইলে আরও জনবিচ্ছিন্ন হয়ে পড়বেন। আয়োজক সংগঠনের সভাপতি অধ্যক্ষ গাজী দেলোয়ার হোসেনের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেনÑ সাবেক অতিরিক্ত আইজিপি ড. এমএ রহিম খান, মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান খান, মহানগর আওয়ামী লীগ নেতা নজরুল ইসলাম বাবুল, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক অরুণ সরকার রানা প্রমুখ।
×