ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

পৌরনীতি ও নাগরিকতা

নবম শ্রেণির পড়াশোনা

প্রকাশিত: ০৪:১৮, ২৫ ডিসেম্বর ২০১৬

নবম শ্রেণির পড়াশোনা

১. সরকারি আইনের ক্ষেত্রে প্রযোজ্য তথ্য – র. প্রশাসনিক আইনের সাথে শাসন বিভাগ জড়িত রর. সাংবিধানিক আইনের সাথে গ্রাম্য আদালত জড়িত ররর. ফৌজদারি আইনের সাথে বিচার বিভাগ জড়িত নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) রর ও ররর গ) র ও ররর ঘ) র, রর ও ররর ২. কোথায় আদর্শ ও কর্মসূচিভিত্তিক রাজনৈতিক দলের উপস্থিতি লক্ষ করা যায়? ক) গণতান্ত্রিক ব্যবস্থায় খ) সমাজতান্ত্রিক ব্যবস্থায় গ) রাজতান্ত্রিক ব্যবস্থায় ঘ) পুঁজিবাদী ব্যবস্থায় ৩. সংসদে কোনটি হয়? ক) রচনা প্রতিযোগিতা খ) বিতর্ক গ) সংগীত ঘ) ক্রীড়া ৪. বাংলাদেশ সরকারের কে তার দলের প্রধান নেতা হিসেবেও কাজ করেন? ক) প্রধানমন্ত্রী খ) সচিব গ) সংসদ সদস্য ঘ) স্বরাষ্ট্রমন্ত্রী ৫. আধুনিক কালে আইনের প্রধান উৎস কোনটি? ক) বিচারকের রায় খ) ধর্ম গ) ন্যায়বোধ ঘ) আইনসভা ৬. কোনটি কল্যাণমূলক রাষ্ট্রের বৈশিষ্ট্য? ক) স্বাস্থ্য সংরক্ষণ খ) রাজনৈতিক অস্থিরতা গ) জীবনযাত্রার মান নিয়ন্ত্রণ ঘ) দেশরক্ষা ৭. কোন শাসনব্যবস্থা ব্যক্তিকে রাষ্ট্রের বেদিমূলে উৎসর্গ করে? ক) গণতান্ত্রিক শাসনব্যবস্থা খ) একনায়কতান্ত্রিক শাসনব্যবস্থা গ) সমাজতান্ত্রিক শাসনব্যবস্থা ঘ) পুঁজিবাদী শাসনব্যবস্থা ৮. রাষ্ট্র যে ধরনের প্রতিষ্ঠান- র. স্থায়ী রর. পূর্ণাঙ্গ ররর. পারিবারিক নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) র গ) রর ঘ) ররর ৯. বাংলাদেশের নাগরিকেরা কোন সমস্যা দ্বারা সবচেয়ে বেশি প্রভাবিত হচ্ছে? ক) জনসংখ্যা খ) অর্থনৈতিক গ) সামাজিক ঘ) রাজনৈতিক ১০. ব্যক্তিস্বাধীনতার রক্ষাকারী রাষ্ট্রব্যবস্থা কোনটি? ক) গণতান্ত্রিক খ) পুঁজিবাদী গ) একনায়কতান্ত্রিক ঘ) সমাজতান্ত্রিক ১১. জাতীয় সংসদ কাজ করে থাকে – র. বিচারসংক্রান্ত কাজ রর. আইন প্রণয়নসংক্রান্ত কাজ ররর. বাজেট পাস নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) রর ও ররর গ) র ও ররর ঘ) র, রর ও ররর ১২. ব্যক্তির সাথে ব্যক্তির সম্পর্ক রক্ষার জন্য যে আইন প্রণয়ন করা হয় তাকে কোন আইন বলে? ক) সরকারি আইন খ) বেসরকারি আইন গ) আর্ন্তাতিক আইন ঘ) ফৌজদারি আইন ১৩. জনগণের ভোটের মাধ্যমে গঠিত সরকারকে কী বলে? ক) একনায়কতান্ত্রিক খ) পুঁজিবাদী গ) গণতান্ত্রিক ঘ) রাজতান্ত্রিক ১৪. বাংলাকে গণপরিষদের ব্যবহারিক ভাষা হিসেবে গ্রহণের দাবি প্রথম উত্থাপন করেন কে? ক) এ.কে. ফজলুল হক খ) শেখ মুজিবুর রহমান গ) ধীরেন্দ্রনাথ দত্ত ঘ) সুভাষ দত্ত ১৫. কত সালে সংবিধান অষ্টম বারের মতো সংশোধন করা হয়? ক) ১৯৮১ সালে খ) ১৯৮৬ সালে গ) ১৯৮৮ সালে ঘ) ১৯৮০ সালে ১৬. বাংলাদেশ বসনিয়া সৈন্য প্রেরণ করে কোন সংস্থার সিদ্ধান্ত মোতাবেক? ক) সিরডাপ খ) ওআইসি গ) আসিয়ান ঘ) কমনওয়েলথ ১৭. রাষ্ট্রের সব নাগরিক – ক) সুনাগরিক খ) ধনী গ) পরিশ্রমী ঘ) সুনাগরিক নয় ১৮. কার প্রশয়ে সার্ব বাহিনী বসনিয়ার মুসলমানদের হত্যা করেছিল? ক) রাশিয়া ও ব্রিটেন খ) রাশিয়া ও কানাডা গ) রাশিয়া ও যুক্তরাষ্ট্র ঘ) রাশিয়া ও চীন ১৯. কাদের পক্ষে সঠিকভাবে স্থানীয় জনগণের স্বার্থ চিহ্নিত করা সম্ভব? ক) কেন্দ্রীয় প্রশাসকের খ) স্থানীয় প্রশাসকদের গ) জাতীয় সরকারের ঘ) তত্ত্বাবধায়ক সরকারের ২০. সরকারের পররাষ্ট্রনীতি দেখাশোনা করে থাকে শাসন বিভাগ। তাহলে রাষ্ট্রদূতের নিয়োগ দান, আন্তর্জাতিক চুক্তি সম্পাদন করে থাকে ক) সচিবালয় খ) আইন বিভাগ গ) বিচার বিভাগ ঘ) শাসন বিভাগ ২১. ‘ক’ রাষ্ট্রে শাসক তার নিজের ইচ্ছামতো রাষ্ট্র পরিচালনা করে। ‘ক’ রাষ্ট্রের শাসক কোন প্রকৃতির? ক) স্বেচ্ছাচারী খ) গণতান্ত্রিক গ) সমাজতান্ত্রিক ঘ) নিয়মতান্ত্রিক ২২. সার্ক প্রতিষ্ঠিত হয় কেন? ক) পারস্পরিক সহযোগিতার জন্য খ) আনুষ্ঠানিক কাজ সম্পন্ন করার জন্য গ) প্রাতিষ্ঠানিক কাজ করার জন্য ঘ) সার্কের সূচনার জন্য ২৩. কেন্দ্র থেকে স্থানীয় পর্যায় পর্যন্ত কোনটির বিস্তৃতি লক্ষ করা যায়? ক) দলের শাখার খ) সাংস্কৃতিক অঙ্গ সংগঠনের গ) নির্বাচন কমিশনের ঘ) কেন্দ্রীয় নেতৃত্ব ২৪. স্থিতিশীল উন্নয়ন ও স্বাস্থ্যকর জীবনযাপনের প্রধান ভিত্তি কোনটি? ক) প্রশাসনিক কঠোরতা খ) নিরক্ষরতার হার কমানো গ) কর্মমুখী শিক্ষার ব্যবস্থা ঘ) সুস্থ প্রাকৃতিক পরিবেশ ২৫. ইউনিয়ন পরিষদের মহিলা সদস্যরা কতটি ওয়ার্ডের দায়িত্ব পালন করেন? ক) ২টি খ) ৩টি গ) ৪টি ঘ) ৫টি ২৬. বাংলাদেশে বর্তমানে কোন পদ্ধতির সরকার ব্যবস্থা চালু রয়েছে? ক) একনায়কতান্ত্রিক খ) যুক্তরাষ্ট্রীয় গ) সংসদীয় ঘ) রাষ্ট্রপতি শাসিত ২৭. দুর্বলের সাহায্য লাভের অধিকারকে কী বলে? ক) নৈতিক অধিকার খ) ব্যক্তি অধিকার গ) সামাজিক অধিকার ঘ) রাজনৈতিক অধিকার ২৮. আইন ছাড়া সমাজে কোনটি প্রতিষ্ঠা করা অসম্ভব? ক) সাম্য খ) স্বাধীনতা গ) অধিকার ঘ) শান্তি ২৯. কোন রাষ্ট্রের বিরোধিতার ফলে বাংলাদেশের জাতিসংঘের সদস্যপদ লাভে বিলম্ব ঘটে? ক) রাশিয়ার খ) যুক্তরাষ্ট্রের গ) চীনের ঘ) সুইজারল্যান্ডের ৩০. কল্যাণমূলক রাষ্ট্র হচ্ছে- র. বাংলাদেশ রর. জাপান ররর. চীন নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) র গ) রর ঘ) ররর ৩১. মুসলিম লীগ গঠিত হয় কখন? ক) ১৯০৫ সালে খ) ১৯০৬ সালে গ) ১৯০৭ সালে ঘ) ১৯০৮ সালে ৩২. কোনটি স্বেচ্ছাচারী শাসনব্যবস্থা? ক) গণতন্ত্র খ) সমাজতন্ত্র গ) কল্যাণমূলক ব্যবস্থা ঘ) একনায়কতান্ত্রিকতা ৩৩. এক রাষ্ট্রের সাথে অন্য রাষ্ট্রের সম্পর্ক রক্ষার জন্য যে আইন প্রণয়ন করা হয় তাকে কোন আইন বলে? ক) সাধারণ আইন খ) সাংবিধানিক আইন গ) আন্তর্জাতিক আইন ঘ) সরকারি আইন ৩৪. বাংলাদেশের বার্ষিক আয়-ব্যয়ের (বাজেট) প্রণয়ন ও সংসদে উপস্থাপন করেন কে? ক) রাষ্ট্রপতি খ) প্রধানমন্ত্রী গ) অর্থমন্ত্রী ঘ) স্পিকার ৩৫. নৈতিক অধিকার সমাজভেদে – ক) অভিন্ন থাকে খ) একই থাকে গ) পার্থক্য থাকে ঘ) পার্থক্য থাকে না ৩৬. সুনির্দিষ্ট আদর্শ ও কর্মসূচির বাইরে আর কীসের বিবেচনায় দল ভিন্ন হতে পারে? ক) পৌরনীতির খ) অর্থনীতির গ) সমাজবিজ্ঞানের ঘ) বিজ্ঞানের ৩৭. সার্কের সদস্য রাষ্ট্র কোনটি? ক) আফগানিস্তান খ) পাকিস্তান গ) শ্রীলঙ্কা ঘ) বাংলাদেশ ৩৮. নিচের কোনটি অর্থনৈতিক অধিকারের অন্তর্ভুক্ত? ক) সরকারি চাকরি লাভের অধিকার খ) শ্রমিক সংঘ গঠনের অধিকার গ) নিয়মিতভাবে কর প্রদানের অধিকার ঘ) খ্যাতি লাভের অধিকার ৩৯. কোনটি দ্বারা শাসক ও শাসিতের মধ্যে সম্পর্ক সৃষ্টি হয়? ক) নির্বাচন খ) জনমত গ) আইনের শাসন ঘ) ন্যায়বিচার ৪০. কোন শাসন ব্যবস্থায় মন্ত্রিগণ আইনসভার নিকট সর্বোতভাবে দায়ী থাকেন? ক) সংসদীয় খ) রাষ্ট্রপতি শাসিত গ) রাজতন্ত্র ঘ) সমাজতন্ত্র ৪১. বর্তমান যুগে প্রচলিত শাসনব্যবস্থাগুলোর মধ্যে সর্বোৎকৃষ্ট এবং সবচেয়ে গ্রহণযোগ্য শাসনব্যবস্থা কোনটি? ক) সমাজতন্ত্র খ) একনায়কতন্ত্র গ) রাজন্ত্র ঘ) গণতন্ত্র ৪২. সুবিধাবঞ্চিত জনসংখ্যা নিয়ন্ত্রণে উদ্বুদ্ধকরণের ক্ষেত্রে – র. সেবাবঞ্চিত এলাকাসমূহে সেবার মান বাড়াতে হবে রর. নতুন পেশা গ্রহণের মাধ্যমে সন্তান উৎপাদন থেকে বিরত রাখতে হবে ররর. খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে হবে নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) রর ও ররর গ) র ও ররর ঘ) র, রর ও ররর ৪৩. পরিবারের শ্রেণিবিভাগ ঘটানো হয়েছে কিসের ভিত্তিতে? ক) আকার-আকৃতির ভিত্তিতে খ) জাতি ও উপজাতির ভিত্তিতে গ) ভৌগোলিক পরিবেশের ভিত্তিতে ঘ) তিনটি মৌলসূত্রের ভিত্তিতে ৪৪. জেলা পরিষদ স্থানীয় সরকারের কোন স্তর? ক) ১ম খ) ২য় গ) সর্বনিম্ন ঘ) সর্বোচ্চ ৪৫. ডাষ্টবিন নির্মাণ পৌরসভার কোন ধরনের কাজ? ক) উন্নয়নমূলক খ) জনস্বাস্থ্যমূলক গ) শান্তিপূর্ণ পরিবেশ রক্ষাসংক্রান্ত ঘ) সৌন্দর্য রক্ষাসংক্রান্ত ৪৬. সংসদীয় সরকারব্যবস্থায় কোনটির হাতে দেশের শাসনক্ষমতা থাক? ক) মন্ত্রিসভার খ) প্রধানমন্ত্রীর গ) রাষ্ট্রপতির ঘ) বিচারকগণের ৪৭. বাংলাদেশ আওয়ামী লীগ দলটি কোথায় প্রতিষ্ঠিত হয়? ক) চট্টগ্রামে খ) রাজশাহীতে গ) ঢাকায় ঘ) সিলেটে ৪৮. বাংলাদেশের মেয়েদের বিবাহের ন্যূনতম বয়স কত? ক) ১৬ বছর খ) ১৭ বছর গ) ১৮ বছর ঘ) ২০ বছর * উদ্ধৃত অংশটুকু পড় এবং নিচের ২টি প্রশ্নের উত্তর দাও: রমিজ মিয়া একজন কৃষক। তার ছেলে রিমন এস.এস.সি. পাস করার পর আর্থিক অনটনের কারণে উচ্চশিক্ষা গ্রহণ করতে না পেরে বাবার সাথে কৃষি কাজে নিয়োজিত হয়। ৪৯. সরকারি আইনের ক্ষেত্রে প্রযোজ্য তথ্য – র. প্রশাসনিক আইনের সাথে শাসন বিভাগ জড়িত রর. সাংবিধানিক আইনের সাথে গ্রাম্য আদালত জড়িত ররর. ফৌজদারি আইনের সাথে বিচার বিভাগ জড়িত নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) রর ও ররর গ) র ও ররর ঘ) র, রর ও ররর ৫০. কোথায় আদর্শ ও কর্মসূচিভিত্তিক রাজনৈতিক দলের উপস্থিতি লক্ষ করা যায়? ক) গণতান্ত্রিক ব্যবস্থায় খ) সমাজতান্ত্রিক ব্যবস্থায় গ) রাজতান্ত্রিক ব্যবস্থায় ঘ) পুঁজিবাদী ব্যবস্থায় সঠিক উত্তর: ১. (গ) ২. (ক) ৩. (খ) ৪. (ক) ৫. (ঘ) ৬. (গ) ৭. (খ) ৮. (ক) ৯. (ক) ১০. (ক) ১১. (ঘ) ১২. (খ) ১৩. (গ) ১৪. (গ) ১৫. (গ) ১৬. (খ) ১৭. (ঘ) ১৮. (ক) ১৯. (খ) ২০. (ঘ) ২১. (ক) ২২. (ক) ২৩. (ক) ২৪. (ক) ২৫. (খ) ২৬. (গ) ২৭. (ক) ২৮. (ক) ২৯. (গ) ৩০. (ক) ৩১. (খ) ৩২. (ঘ) ৩৩. (গ) ৩৪. (গ) ৩৫. (গ) ৩৬. (খ) ৩৭. (ক) ৩৮. (খ) ৩৯. (গ) ৪০. (ক) ৪১. (ঘ) ৪২. (ক) ৪৩. (ঘ) ৪৪. (ঘ) ৪৫. (খ) ৪৬. (ক) ৪৭. (গ) ৪৮. (খ) ৪৯. (গ) ৫০. (ক)
×