ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

কিশোরগঞ্জে বিজয় দিবসে উদীচীর সাংস্কৃতিক পরিবেশনা

প্রকাশিত: ০৪:১৪, ২৫ ডিসেম্বর ২০১৬

কিশোরগঞ্জে বিজয় দিবসে উদীচীর সাংস্কৃতিক পরিবেশনা

নিজস্ব সংবাদদাতা, কিশোরগঞ্জ ॥ ‘জনতার ঐক্য দানবের দম্ভ ভাঙবেই’ স্লোগানে কিশোরগঞ্জে বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর উদ্যোগে বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সম্প্রতি জেলা সিপিবির কার্যালয়ের সামনে শিল্পীদের দেশাত্মবোধক গান ও আবৃত্তি উপভোগ করে নানা শ্রেণী-পেশার দর্শক। অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন বেতার ও টেলিভিশন শিল্পী আবুল হাশেম, খোকন বয়াতি, স্থানীয় উদীচী শিল্পী তাসনিয়া তারান্নুম অর্জিতা, হিমেল মিয়া, শুভসহ অন্যরা। এ সময় দেবব্রত সিংহের আঞ্চলিক কবিতা ‘তেজ’ আবৃত্তি করেন আবদুুল ওয়াহাব ও আজহারুল ইসলাম প্রান্ত। শিল্পীদের তবলা সঙ্গত করেন কিশোর নারায়ণ শ্রেষ্ঠ। জেলা উদীচীর সভাপতি এ্যাডভোকেট নূরুন্নবী বাদলের সভাপতিত্বে উপস্থিত ছিলেন জেলা সিপিবির সভাপতি সৈয়দ নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক এ্যাডভোকেট এনামুল হক, জেলা সিপিবি নেতা রফিউল আলম চৌধুরী মিলাদ, আঃ রহমান রুমী, সিরাজুল ইসলাম সাত্তার, আবুল হাশেম, উদীচীর যুগ্ম সম্পাদক মাজহার মান্না, সদস্য এ্যাডভোকেট হাসান ইমাম রঞ্জু, রঞ্জিত কুমার সরকার প্রমুখ। সঞ্চালনা করেন জেলা উদীচীর সাধারণ সম্পাদক স্বপন কুমার বর্মণ।
×