ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বেঙ্গল ফাউন্ডেশনের পারফর্মেন্স আর্ট সপ্তাহ ২০১৬

প্রকাশিত: ০৪:১৪, ২৫ ডিসেম্বর ২০১৬

বেঙ্গল ফাউন্ডেশনের পারফর্মেন্স আর্ট সপ্তাহ ২০১৬

স্টাফ রিপোর্টার ॥ বেঙ্গল ফাউন্ডেশনের ভিজ্যুয়াল আর্ট বিভাগ প্রথমবারের মতো আয়োজন করতে যাচ্ছে পারফর্মেন্স আর্ট সপ্তাহ। আগামী ২৭ ডিসেম্বর বিকাল ৪টায় বেঙ্গল গ্যালারি অব ফাইন আর্টসে ২০ শিল্পীর অংশগ্রহণে এ আয়োজন শুরু হবে। বেঙ্গল ফাউন্ডেশনের তিন ভেন্যু বেঙ্গল গ্যালারি অব ফাইন আর্টস, ডেইলি স্টার-বেঙ্গল আর্টস প্রিসিঙ্কট এবং জ্ঞানতাপস আব্দুর রাজ্জাক বিদ্যাপীঠে এ আয়োজন ৩০ ডিসেম্বর পর্যন্ত চলবে। পারফর্মেন্স আর্ট সপ্তাহের মাধ্যমে এ শিল্প মাধ্যমটির বহুমাত্রিক দিক বিভিন্ন পারফর্মেন্স, আলোচনা ও প্রদর্শনী আয়োজনের মাধ্যমে তুলে ধরা হবে। সেই সাথে বাংলাদেশের সমসাময়িক শিল্পচর্চায় নতুন এ মাধ্যমের ভূমিকা আবিষ্কার করাও এই আয়োজনের একটি মূল উদ্দেশ্য বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। পারফর্মেন্স আর্ট সপ্তাহে অংশগ্রহণকারী শিল্পীরা হলেনÑ পলাশ ভট্টাচার্য, জয়দেব রওজা, জুয়েল এ রব, হাসনা হেনা পরশ, সরকার নাসরীন টুনটুন, নাজিয়া আন্দালীব প্রিমা, অর্পিতা সিংহ লোপা, ইফাত রেজওয়ানা রিয়া, সনদ কুমার বিশ্বাস, সুমনা আক্তার, ঋতু সাত্তার, নীলুফার চমন, ওয়ালী জাফ, মেহেরুন আক্তার, অতীশ সাহা, ইমরান সোহেল, আফসানা শারমীন, ফারাহ নাজ মুন, সঞ্জয় চক্রবর্তী এবং অসীম হালদার সাগর। একটি উন্মুক্ত আহ্বানের মাধ্যমে প্রাপ্ত আবেদনপত্র থেকে শিল্পীরা নির্বাচিত হন। এদিকে পারফর্মেন্স আর্ট সপ্তাহের শেষে ২০ শিল্পীর কাজ নিয়ে প্রায় দুই মাসব্যাপী প্রদর্শনী শুরু হবে আগামী ৬ জানুয়ারি। প্রদর্শনী চলবে ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত। ডেইলি স্টার-বেঙ্গল আর্টস প্রিসিঙ্কটে ‘এফিমেরাল : পেরেনিয়াল’ শীর্ষক এই প্রদর্শনী যৌথভাবে উদ্বোধন করবেন শিক্ষাবিদ সৈয়দ মঞ্জুরুল ইসলাম এবং শিল্প সমালোচক আবুল মনসুর। প্রদর্শনীটি বেঙ্গল ফাউন্ডেশনের ভিজ্যুয়াল আর্ট বিভাগের একটি নিরীক্ষামূলক আয়োজন যেখানে পারফর্মেন্স আর্টের মতো একটি জটিল শিল্প মাধ্যমকে কিভাবে সংরক্ষণ ও অর্থপূর্ণভাবে প্রদর্শন করা যায় সে বিষয় নিয়ে আলোচনা এবং পর্যালোচনা করা হবে। একই সঙ্গে দুইটি ভেন্যুতেÑ জ্ঞানতাপস আব্দুর রাজ্জাক বিদ্যাপীঠ এবং ডেইলি স্টার-বেঙ্গল আর্টস প্রিসিঙ্কট।
×