ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সংস্কৃতি চর্চা প্রকৃত বোধের জন্ম দেয় ॥ সংস্কৃতিমন্ত্রী

প্রকাশিত: ০৪:১৩, ২৫ ডিসেম্বর ২০১৬

সংস্কৃতি চর্চা প্রকৃত বোধের জন্ম  দেয় ॥ সংস্কৃতিমন্ত্রী

নিজস্ব সংবাদদাতা, মির্জাপুর ॥ সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর এমপি বলেছেন, সংস্কৃতি চর্চা শুধু গান-বাজনা নয়, এটি প্রকৃত বোধের জন্ম দেয়। বোধ হলো মানবতার, সম্প্রীতির, ভালবাসার এবং প্রকৃত মানুষ হিসেবে সন্তানকে গড়ে তোলা। সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর এমপি শুক্রবার রাতে মির্জাপুরে তিন দিনব্যাপী নাট্য উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেছেন। তিনি বলেন, এখনকার বাচ্চারা রোবটের মতো বড় হচ্ছে। ওর জীবনে ফুল নেই, নদী নেই, আকাশ নেই। ওর সঙ্গে বাইরের পৃথিবীকে যত বেশি পরিচিত করাবেন তত বেশি মেধাবী হবে, শানিত হবে, বুদ্ধিমান হবে, দীপ্তিমান হবে; তত মানুষ হবে। আমাদের সন্তানদের বইয়ের শুকনো পাতার মধ্যে আটকে রেখে মস্তিষ্ক শুকনো করে দিচ্ছে বলে মন্ত্রী তার বক্তৃতায় উল্লেখ করেন। মির্জাপুর উপজেলার প্রত্যন্ত অঞ্চল উয়ার্শী ইউনিয়নের নাট পুকুর এলাকায় হঠাৎ নাট্য সম্প্রদায়ের ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত তিন দিনব্যাপী নাট্য উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে হঠাৎ নাট্য সম্প্রদায়ের সভাপতি আনোয়ার পারভেজ ডিগুর সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তৃতা করেন টাঙ্গাইল-৭ (মির্জাপুর) আসনের এমপি আলহাজ একাব্বর হোসেন, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ড. মোঃ আলাউদ্দিন, সড়ক, পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের যুগ্মপ্রধান মোঃ জাকির হোসেন, রবীন্দ্র সঙ্গীতশিল্পী মিতা হক, মেঘনা ব্যাংক লিমিটেডের ভাইস চেয়ারম্যান আব্দুল আলীম খান সেলিম, বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের (ঢাকা বিভাগ) প্রেসিডিয়াম সদস্য পাপিয়া সেলিম প্রমুখ। মন্ত্রী আসাদুজ্জামান নূর বলেন, বঙ্গবন্ধু চেয়েছিলেন বাঙালী সুখী মানুষের সমৃদ্ধ দেশ গড়তে। আমরা সেই দেশ গড়ার কাজ করতে চাই। দেশে সংস্কৃতির পরিবেশ সৃষ্টি এবং চর্চা করার কাজ সংস্কৃতি মন্ত্রণালয়ের। আমরা সেই পরিবেশ সৃষ্টির জন্য কাজ করে যাচ্ছি বলে তিনি উল্লেখ করেন। হঠাৎ নাট্য সম্প্রদায়ের ১৬ বছর পূর্তি উপলক্ষে তিন দিনব্যাপী নাট্যোৎসবের প্রথম দিন শুক্রবার রাতে ঢাকার প্রাচ্যনাট মনোজ মিত্রের কিনু কাহারের থিয়েটার নাটকটি মঞ্চস্থ করে। এ নাট্যোৎসবটি প্রয়াত নাট্যাভিনেতা উয়ার্শী গ্রামের সন্তান খালেদ খান যুবরাজের নামে উৎসর্গ করা হয়েছে বলে আনোয়ার পারভেজ ডিগু জানিয়েছেন।
×