ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

চট্টগ্রামে ৩৫ কৃতীজনকে রবির সম্মাননা

প্রকাশিত: ০৪:১৩, ২৫ ডিসেম্বর ২০১৬

চট্টগ্রামে ৩৫ কৃতীজনকে  রবির সম্মাননা

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ চট্টগ্রামে বিভিন্ন অঙ্গনে ও প্রতিষ্ঠানে কৃতিত্ব রাখায় মোবাইল অপারেটর রবির পক্ষ থেকে ‘ডাকছে চট্টগ্রাম’ ব্যানারে ৩৫ কৃতীজনকে সম্মাননা দেয়া হয়েছে। শুক্রবার রাতে চট্টগ্রামের এমএ আজিজ স্টেডিয়ামে এক অনুষ্ঠানে এ সম্মাননা প্রদান করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন চসিক মেয়র আ জ ম নাছির উদ্দিন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রবির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মাহতাব উদ্দিন আহমেদ। জানা গেছে, চট্টগ্রামকে ভালবাসতে গিয়ে মোবাইল অপারেটর রবি এক সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রবির চীফ কর্পোরেট এ্যান্ড পিপল মতিউল ইসলাম নওশাদও । সংবর্ধিতরা হলেনÑ প্যাসিফিক জিন্সের চেয়ারম্যান মোঃ নাসির উদ্দিন, কেডিএস গ্রুপের চেয়ারম্যান খলিলুর রহমান, পিএইচপি পরিবারের চেয়ারম্যান সুফী মিজানুর রহমান, ইস্পাহানি গ্রুপের ডিরেক্টর মির্জা সালমান ইস্পাহানি, আবুল খায়ের গ্রুপের চেয়ারম্যান আবুল কাশেম, ইয়াং ওয়ান গ্রুপের চেয়ারম্যান কিহাক সুং, বিএসএ গার্মেন্টসের চেয়ারম্যান আমজাদুর ফেরদৌস চৌধুরী, একে খান গ্রুপ ও কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর সালাউদ্দিন কাশেম খান, প্যাডরোলো গ্রুপের চেয়ারম্যান নাদের খান, বিএসআরএমের চেয়ারম্যান আলী হোসেন, নাহার এগ্রো গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর রাকিবুর রহমান, চট্টগ্রামের ক্রীড়া ব্যক্তিত্ব শাহেদ আজগর চৌধুরী, জাতীয় দলের ক্রিকেটার তামিম ইকবাল, স্বাধীন বাংলা ফুটবল টিমের সদস্য সুনীল কৃষ্ণ দে, সাবেক ফুটবলার আশীষ ভদ্র, ক্রিকেটানুরাগী ও বিচারক একেএম আবদুল হাকিম। এছাড়াও রয়েছেনÑ চট্টগ্রামের সঙ্গীতশিল্পী কুমার বিশ্বজিৎ, বংশীবাদক ক্যাপ্টেন আজিজুল ইসলাম, দ্রুপদি গায়িকা শিখা রাণী দাশ, ব্র্যান্ডদল সোলস, সাবেক প্রশাসক ও সমাজসেবক কামরুন নাহার জাফর, সমাজসেবক মনোয়ারা হাকিম আলী, চিত্রশিল্পী সাবিহ উল আলম, বাতিঘরের স্থপতি ড. হরিশঙ্কর জলদাশ, গবেষক আনোয়ার হোসেন পিন্টু, লেখক রাশেদ রউফ, সাংবাদিক অরুণ দাশগুপ্ত, সম্পাদক ওসমান গণি মনসুর, চীফ রিপোর্টার শাহেদ সিদ্দিকী, ফুলকি স্কুলের প্রতিষ্ঠাতা শীলা মোমেন, সানসাইন গ্রামার স্কুলের প্রতিষ্ঠাতা সাফিয়া রহমান, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের সিও আনিস এ খান, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের সিও মোহাম্মদ আলী, ব্যারিস্টার রোকনুদ্দিন মাহমুদ, চক্ষু বিশেষজ্ঞ ডাঃ রবিউল হোসেন, বার্জার পেইন্টের ম্যানেজিং ডিরেক্টর রূপালী চৌধুরী প্রমুখ।
×