ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

৫ মাত্রিক সম্প্রচার শুরু বিটিভির ৫২ বছর পূর্তি আজ

প্রকাশিত: ০৪:১৩, ২৫ ডিসেম্বর ২০১৬

৫ মাত্রিক সম্প্রচার শুরু বিটিভির ৫২ বছর পূর্তি আজ

সাজু আহমেদ ॥ রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম বাংলাদেশ টেলিভিশনের ৫২ বছর পূর্তি আজ। ১৯৬৪ সালের আজকের দিনে তৎকালীন ঢাকা শহরের ডিআইটি ভবনের নিচতলায় এনইসি (নিপ্পন ইলেকট্রিক কোম্পানি) জাপানের সহায়তায় বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) আত্মপ্রকাশ ঘটে। ১৯৬৭ সালে টেলিভিশন কর্পোরেশন ও স্বাধীনতা উত্তর ১৯৭২ সালে রাষ্ট্রপতির আদেশে বাংলাদেশে টেলিভিশন একটি সরকারী গণমাধ্যমে রূপান্তরিত হয়। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্দেশে আধুনিক প্রযুক্তি সংযুক্ত করে ১৯৭৫ সালের ৯ ফেব্রুয়ারি ডিআইটির ক্ষুদ্র পরিসর থেকে রামপুরার বৃহত্তর পরিম-লে টেলিভিশন কেন্দ্র স্থাপন করা হয়। সারাদেশের নানা প্রান্তের বিটিভির ১৪টি উপকেন্দ্রের মাধ্যমে ঢাকা কেন্দ্র থেকে প্রচারিত অনুষ্ঠান রিলে করা হয়। এরই ধারাবাহিকতায় ১৯৯৬ সালের ১৯ ডিসেম্বর চট্টগ্রামে বাংলাদেশ টেলিভিশনের একটি নতুন পূর্ণাঙ্গ কেন্দ্র চালু করা হয়। পর্যায়ক্রমে বিভাগীয় শহরগুলোতেও বিটিভির পূর্ণাঙ্গ কেন্দ্র চালু করার কাজ প্রক্রিয়াধীন। এছাড়া দেশের সীমানা পেরিয়ে ২০০৪ সালের ২১ এপ্রিল থেকে পৃথক চ্যানেলে বিটিভি ওয়ার্ল্ড এবং ২০১২ সালের ৫ নবেম্বর থেকে বিটিভির অনুষ্ঠানমালা দর্শকদের জন্য ২৪ ঘণ্টা স্যাটেলাইট সম্প্রচার করা হচ্ছে। প্রতিযোগিতার এ যুগে অসংখ্য স্যাটেলাইট চ্যানেলের ভিড়ে বিটিভি এখনও স্বতন্ত্র। এর কারণ পরিকল্পনা, নির্মাণ, ভাষা, মুক্তিযুদ্ধ ইত্যাদি বিষয়কে উপজীব্য করে অনুষ্ঠান প্রচারের পাশাপাশি নির্মল আনন্দদায়ক বিনোদনমূলক অনুষ্ঠান এবং বস্তুনিষ্ঠ সংবাদ প্রচার করে আসছে চ্যানেলটি। যুগের চাহিদা অনুযায়ী ১৯৬৪ সাল থেকে আজ অবধি অনুষ্ঠান নির্মাণ পরিকল্পনা, মঞ্চ সজ্জা, ও সম্প্রচারের ক্ষেত্রেও এসেছে অভূতপূর্ব পরিবর্তন। শিক্ষা, স্বাস্থ্য, পরিবেশসহ নানা বিষয়ে অনুষ্ঠান পরিবেশন করে সাধারণ দর্শক শ্রোতাদের দোর গোড়ায় পৌঁছে গেছে বিটিভি। বর্তমানে এটি সাধারণ মানুষের চ্যানেল হিসেবেই পরিগণিত হচ্ছে। এদিকে ৫২ বছর পূর্তি উপলক্ষে দিনটিকে উদযাপন করতে বর্ণিল অনুষ্ঠান সাজিয়েছে চ্যানেলটির কর্তৃপক্ষ। এ লক্ষ্যে বিটিভির প্রবীণ ও নবীন শিল্পী এবং কলাকুশলী, সাবেক ও বর্তমান কর্মকর্তাদের প্রীতি সম্মিলনীসহ দেশবরেণ্য শিল্পীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আজ সকাল ১০টা থেকে শুরু হয়ে অনুষ্ঠান চলবে দুপুর ১২টা পর্যন্ত। বিটিভির ৫২ বছর পূর্তি অনুষ্ঠানে দেশবরেণ্য শিল্পীদের অংশগ্রহণে থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠান। গান পরিবেশন করবেন রেজওয়ানা চৌধুরী বন্যা, ফরিদা পারভীন, সাদী মোহাম্মদ, কিরণ চন্দ্র রায়, ব্যান্ডদল জলের গান, বারি সিদ্দিকীসহ অন্য শিল্পীরা। অনুষ্ঠানে অতিথি থাকবেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূরসহ অনেকে। এছাড়া প্রথমবারের মতো পাঁচ মাত্রিক অনুষ্ঠান সম্প্রচার শুরু করতে যাচ্ছে বিটিভি। টেলিভিশন, বেতার, ফেসবুক, ইউটিউব, টুইটারে একযোগে প্রচার হবে চ্যানেলটির অনুষ্ঠান। বিটিভির ‘সুপ্রভাত বাংলাদেশ’ অনুষ্ঠানটি প্রতি শুক্র ও শনিবার সকাল ৮২০ মিনিটে একযোগে বাংলাদেশে টেলিভিশন, বাংলাদেশ বেতার (৮৮.৮ ট্রাফিক সম্প্রচার কার্যক্রম) ও রেডিও ভূমি এ তিনটি ডিজিটাল প্ল্যাটফর্মে সরাসরি সম্প্রচার করা হবে। এছাড়া অনুষ্ঠানটি ফেসবুক, ইউটিউব, টুইটারে প্রচার হবে। সরাসরি প্রচারিত এ অনুষ্ঠানে শিল্পীর কণ্ঠে পছন্দের গান শুনতে অনুরোধ করা যাবে স্কাইপের মাধ্যমে। সম্প্রতি রামপুরার বিটিভি ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিভিন্ন তথ্য উপস্থাপন করেন বিটিভির মহাপরিচালক হারুন অর রশীদ। উপস্থিত ছিলেনÑ জেনারেল ম্যানেজার মাছুদুল হক, উপ-মহাপরিচালক (অনুষ্ঠান) সুরত কুমার সরকার প্রমুখ।
×