ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

কোপা ডেল রে ফুটবলে কঠিন প্রতিপক্ষ বার্সিলোনা-রিয়ালের, বোনাস পেলেন রিয়ালের ফুটবলাররা

সিরিয়ার শিশুদের পাশে সি আর সেভেন

প্রকাশিত: ০৪:১০, ২৫ ডিসেম্বর ২০১৬

সিরিয়ার শিশুদের পাশে সি আর সেভেন

স্পোর্টস রিপোর্টার ॥ স্প্যানিশ কোপা ডেল রে ফুটবলের শেষ ষোলোতেই কঠিন প্রতিপক্ষের সামনে দুই পরাশক্তি রিয়াল মাদ্রিদ ও বার্সিলোনা। শুক্রবার প্রি-কোয়ার্টার ফাইনালের ড্র অনুষ্ঠিত হয়। এতে বর্তমান চ্যাম্পিয়ন বার্সা ফের প্রতিপক্ষ হিসেবে পেয়েছে এ্যাথলেটিক বিলবাওকে। আর রিয়ালের প্রতিপক্ষ সেভিয়া। গত আট মৌসুমে তিনটি কোপা ডেল রে ফাইনালে এ্যাথলেটিক বিলবাওকে পরাজিত করে বার্সিলোনা। গত মৌসুমে দুই দল কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হয়েছিল। মাদ্রিদের ফাইনালে সেভিয়াকে অতিরিক্ত সময়ে ২-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল কাতালানরা। সেভিয়ার বিরুদ্ধে রিয়ালের ম্যাচ হওয়ায় মৌসুমের শুরুতে উয়েফা সুপার কাপের পুনরাবৃত্তি হতে যাচ্ছে। গত আগস্টে নরওয়ের শহর ট্রোনডেইমে অনুষ্ঠিত ম্যাচটিতে ডানি কারভাজালের শেষ মুহূর্তের গোলে রিয়াল অতিরিক্ত সময়ে ৩-২ গোলে জয় পেয়েছিল। চ্যাম্পিয়ন্স লীগ, উয়েফা সুপার কাপ ও ফিফা ক্লাব বিশ্ব কাপের শিরোপা জেতায় রিয়াল ফুটবলাররা ক্লাবের পক্ষ থেকে পেয়েছেন বোনাস। এর মূল্যমান ১১ লাখ উইরো। এর মধ্যে সাত লাখ ইউরো চ্যাম্পিয়ন্স লীগ শিরোপার জন্য, উয়েফা সুপার কাপের জন্য ২.৬০০০০ ও বাকি দেড় লাখ ইউরো ক্লাব সভাপতি ফ্লোরেন্টিনো পেরেজের নিজ উদ্যোগে দেয়া। এ ছাড়াও প্রতিটি খেলোয়াড় ইতোমধ্যেই পেয়ে গেছেন একটি করে সুদৃশ্য অডি গাড়ি। যে গাড়িটি নিয়ে ইতোমধ্যে পোজ দিতে দেখা গেছে রোনাল্ডোকে। আপাতত ছুটি কাটানো রোনাল্ডো বিভিন্ন মানবসেবামূলক কর্মকা-ের সঙ্গে নিজেকে জড়িয়ে রেখেছেন।
×